রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ১৭:২৩

নির্বাচনোত্তর হানাহানি বন্ধে ফরিদগঞ্জে আওয়ামী লীগ সভাপতির প্রেসবিজ্ঞপ্তি

ফরিদগঞ্জ ব্যুরো
নির্বাচনোত্তর হানাহানি বন্ধে ফরিদগঞ্জে আওয়ামী লীগ সভাপতির প্রেসবিজ্ঞপ্তি

ফরিদগঞ্জে দ্বাদশ সংসদ নির্বাচনোত্তর হানাহানি বন্ধে নিদের্শনা দিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। বৃহষ্পতিবার (১৮ জানুয়ারি) উপজেলার আওয়ামীলীগের প্যাডে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদগঞ্জ উপজেলা শাখা, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মী, সমর্থকদের জানানো যাচ্ছে যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনকারী কোন প্রার্থী ও তার কর্মী সমর্থকদের সঙ্গে কোন প্রকার সহিংসতা বা আত্মকলহে লিপ্ত না হওয়ার জন্য সাংগঠনিক নির্দেশনা প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি মহোদয়। তাই সকল বিভেদ ভুলে দেশ ও জাতির কল্যাণে সবাইকে নিবেদিত হয়ে কাজ করার জন্য অনুরোধ করা হলো।’

এব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেন, যেখানে আমাদের দলের সভাপতি নিদের্শনা দিয়েছেন হানাহানি বা অন্তকলহ বন্ধ করার জন্য। সেখানে আমাদের ফরিদগঞ্জে যেন এসব না হয় এজন্য আমি প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছি। আশা করছি দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকরা আদেশ মেনে চলবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়