সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ার কাজ করবো

-----------------মুহম্মদ শফিকুর রহমান এমপি

প্রবীর চক্রবর্তী ॥
ফরিদগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ার কাজ করবো

সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান নির্বাচনোত্তর ফরিদগঞ্জ উপজেলায় তাঁর গণসংযোগ অব্যাহত রেখেছেন। ১৭ জানুয়ারি বুধবার তিনি উপজেলার বালিথুবা পূর্ব, সুবিদপুর পশ্চিম, গুপ্টি পূর্ব ও গুপ্টি পশ্চিম ইউনিয়নের বিভিন্ন বাজারে ব্যবসায়ী ও জনসাধারণের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন।

এ সময় তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা স্বাধীনতার প্রতীক নৌকা বিজয়ী করতে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে প্রমাণ করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই পারে এদেশের মানুষের আশার প্রতিফলন ঘটাতে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে ফরিদগঞ্জ উপজেলার উন্নয়ন অব্যাহত রাখতে আপনারা আমার উপর পুনরায় আস্থা রেখেছেন। আমি কথা দিচ্ছি আপনাদের দেয়া ভোটের প্রতিদান আমি উন্নয়ন দিয়ে বুঝিয়ে দেবো। গত ৫ বছরে আমি উপজেলার ৭০ ভাগ উন্নয়ন কাজ করেছি। বাকি কাজগুলো ভালোভাবে সমাপ্ত করার পাশাপাশি ফরিদগঞ্জ উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ার কাজ করবো। শুধু অবকাঠামোগত উন্নয়ন নয় সাহিত্য ও সাংস্কৃতিক ক্ষেত্রেও যাতে ফরিদগঞ্জ উপজেলা এগিয়ে যায় এজন্য বঙ্গবন্ধু সাংস্কৃতিক কেন্দ্র গড়ার স্বপ্ন রয়েছে।

গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা খাজে আহমদ মজুমদার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলী আক্কাস পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা জিএম হাছান তাবাচ্চুম, জাহাঙ্গীর পালোয়ান, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদ, ছাত্রলীগের কামরুল হাসান, আলী নেওয়াজ, হৃদয় গাজী প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়