রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ২১:২৬

চাঁদপুর-১ আসনে শেষ মুহুর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত নৌকার প্রার্থী ড. সেলিম মাহমুদ

মেহেদী হাসান, কচুয়া
চাঁদপুর-১ আসনে শেষ মুহুর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত নৌকার প্রার্থী ড. সেলিম মাহমুদ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ । গ্রামে-গঞ্জে, মানুষের দ্বারে দ্বারে ছুটে চলেছেন তিনি।পাঁচ জানুয়ারি সকাল ৮ টায় শেষ হচ্ছে প্রচার-প্রচারণা। আর বিজয় নিশ্চিত করতে ড. সেলিম মাহমুদ প্রচার-প্রচারণায় দিন-রাত ছুটে চলেছেন গ্রামে-গঞ্জে।

ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে পাচ্ছেন সাধারণ মানুষের ভালোবাসা। বিশেষ করে তরুন ভোটাররা তাঁকে আপন করে নিয়েছেন। প্রবীণ নেতারা মাথায় হাত বুলিয়ে দোয়া করছেন।

ডুমুরিয়া গ্রামের হুমায়ুন কবির (৫৪) বলেন, একজন ক্লিন ইমেজের নেতা যিনি সারা বাংলাদেশ নিয়ে কাজ করেন তিনি আমাদের কচুয়ায় নৌকা প্রতীকের প্রার্থী। দেশের উন্নয়ন, কচুয়ার উন্নয়ন এবং আমার এলাকার উন্নয়নের স্বার্থে আমরা সেলিম মাহমুদকে ভোট দিয়ে পাস করাবো।

ড. সেলিম মাহমুদ বলেন, নানান ষড়যন্ত্র মোকাবেলা করে প্রধানমন্ত্রী এ দেশকে এগিয়ে নিচ্ছেন। আগামী ৭ জানুয়ারী নৌকা প্রতীককে বিজয়ী করলে আরেকটি বিজয় সুনিশ্চিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী বাবাদের পাশাপাশি মায়েদের নাম যোগ করে নারী জাতিদের সম্মানিত করেছেন। কোনো গুজবে কান না দিয়ে ৭ জানুয়ারী সারাদিন উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিন। নৌকা বিজয়ী হলে কচুয়ার মানুষের জীবনমান বদলে দিবো। তরুন ও প্রবীন ভোটাররা তাঁকে ভীষণ আপন করে নিয়েছেন। যেখানেই যাচ্ছেন সেখানের তরুনরা ছুটে আসছে আপনজনের মতো। বিজয়ী হলে প্রবীণ নারী-পুরুষ নির্বিশেষে সবার জন্য তিনি বিশেষ কিছু করতে চান ড. সেলিম মাহমুদ।

চাঁদপুর জেলার কচুয়া উপজেলা নিয়ে গঠিত চাঁদপুর-১ আসন। ১২টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার মোট ভোটার ৩ লাখ ৩৮ হাজার ৯০৫ জন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়