প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ১৪:৩৫
শিক্ষামন্ত্রীসহ চাঁদপুরের ৫টি আসনে নৌকার পক্ষে অবস্থান নিলেন ওচমান পাটওয়ারী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির চাঁদপুর সদর ও হাইমচর আসনসহ চাঁদপুরের ৫টি আসনে নৌকার প্রার্থীদের পক্ষে সকলকে ভোট দিতে অবস্থান নিয়েছেন চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী। ২ জানুয়ারি মঙ্গলবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে তিনি এই অবস্থানের কথা স্পষ্ট করেন।
ওচমান গণি পাটওয়ারী বলেন, আমি চাঁদপুর-৩ আসনের ভোটার। এই আসনে বিগত ১৫ বছরে নির্বাচিত হয়ে বর্তমান সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অভূতপূর্ব উন্নয়ন করেছেন। এছাড়াও বাকি আসনগুলোতেও যথেষ্ট উন্নয়ন হয়েছে। তাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামীতেও নৌকার প্রার্থীদের নির্বাচিত করতে আমি আমার অবস্থান স্পষ্ট করার জন্য এই সংবাদ সম্মেলন করলাম।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ২০০৮ সালে এই চাঁদপুর-৩ আসনে নৌকার নির্বাচন পরিচালনা কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলাম। আমি বিগত দিনেও নৌকার পক্ষেই কাজ করেছি। এবারও চাঁদপুর-৩ আসনে ডা. দীপু মনির পক্ষে নৌকার সমর্থণে বিশাল মিছিল করেছি। তাছাড়াও সবগুলো আসনেই আমি নৌকা সমর্থণে যাচ্ছি। তাই আমি আওয়ামীলীগের একজন কর্মী হওয়ায় নৌকার পক্ষে নিজের অবস্থান স্পস্ট করার জন্যই সবার সামনে হাজির হলাম।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ওচমান গণি পাটওয়ারীর ছোট ভাই ওমর পাটওয়ারী, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, সিনিঃ সহ সভাপতি রহিম বাদশা, সাবেক সভাপতি রোটাঃ কাজী শাহাদাত, জালাল চৌধুরী, শহীদ পাটওয়ারী, এএইচএম আহসান উল্লাহ,সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, আল ইমরান শোভনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।