সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২১ আগস্ট ২০২১, ১৫:১৭

ব্যাপক কর্মসূচীর মধ্য দিয়ে হাইমচরে ভয়াল ২১ আগস্ট পালিত

মোঃ সাজ্জাদ হোসেন রনি
ব্যাপক কর্মসূচীর মধ্য দিয়ে হাইমচরে ভয়াল ২১ আগস্ট পালিত

ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে হাইমচরে ভয়াল ২১ আগস্ট পালিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত হাইমচরের শহীদ আব্দুল কুদ্দুস পাটওয়ারীসহ সকল শহীদদের স্মরনে আলোচনা সভা, মিলাদ, দোয়া ও ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে ভয়াল ২১ আগস্ট পালিত হয়।

আজ ২১ আগষ্ট ২০২১ শনিবার শহীদ আব্দুল কুদ্দুস পাটওয়ারীর ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা আ’লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে সকাল ৯টায় কালো ব্যাজ ধারন, ৯টা ৩০ মিনিটে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন শেষে, সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুল কুদ্দুস পাটওয়ারীর প্রতিকৃতিতে পুস্প মাল্য অর্পন করা হয়। পরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় সম্মুখ হতে শোক র‌্যালী বের করে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে শহীদ কুদ্দুস পাটওয়ারীর সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শ্রদ্ধাঞ্জলী শেষে আওয়ামী লীগ কার্যালয়ে শোক সভা অনুষ্ঠিত হয়। শোক সভায় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এম এ বাশার এর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মাকসুদ আলম খানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ নূর হোসেন পাটওয়ারী।

এসময় তিনি বলেন, ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবসহ তার পুরো পরিবারকে হত্যা করা হয়। সেদিন জননেত্রী শেখ হাসিনা ও তার বোন বিদেশে থাকায় তারা প্রাণে রক্ষা পায়। সেই ঘাতকরা ২১ আগস্ট পুনরায় শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যে সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্র্যানেড হামলা করে। শেখ হাসিনাকে রক্ষা করতে হাইমচরের কৃতি সন্তান শহীদ আব্দুল কুদ্দুস পাটওয়ারী নিজের জীবন বিলিয়ে দেন। তিনি গ্র্যানেডের হামলায় শহীদ হন। আজ সেই ভয়াল ২১ আগস্ট । আজকের দিনে আমরা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচি বাস্তাবয়নের মধ্য দিয়ে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়ার আয়োজন করেছি।

সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান চৌকদার, সাংগঠনিক সম্পাদক জি.এম জাহিদ, প্রচার সম্পাদক মুনচুর আহমেদ পাটোয়ারী, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, উপজেলা স্বেচ্চাসেবকলীগ আহ্বায়ক আব্দুস ছাত্তার গাজি, যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম সোহেল, উপজেলা ছাত্রলীগ নেতা খাদেমুল ইসলাম মিশু প্রমূখ।

আলোচনা সভা শেষে নিহত কুদ্দুছ পাটওয়ারী সহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করা হয়। এ সকল কর্মসূচিতে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্চাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়