সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ২০:৫৪

চাঁদপুরে বিএন‌পির প্রতিষ্ঠাবা‌র্ষিকী উপল‌ক্ষে সমা‌বে‌শ

অনলাইন ডেস্ক
চাঁদপুরে বিএন‌পির প্রতিষ্ঠাবা‌র্ষিকী উপল‌ক্ষে সমা‌বে‌শ

বাংলা‌দেশ জাতীয়তাবদী দল বিএন‌পির ৪৫তম প্রতিষ্ঠাবা‌র্ষিকী উপল‌ক্ষে সমাবেশ করেছে চাঁদপুর জেলা বিএন‌পি। শুক্রবার (১ সেপ্টেম্বর, ২০২৩) বিকালে দলীয় কার্যাল‌য়ের সম্মু‌খে জেলা বিএনপির আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমা‌বে‌শে সভাপ‌তিত্ব ক‌রেন চাঁদপুর জেলা বিএন‌পির সভাপ‌তি শেখ ফ‌রিদ আহ‌মেদ মা‌নিক। এসময় তি‌নি ব‌লেন, দে‌শের জনগ‌ণের হৃদ‌য়ে খোদাই ক‌রে শহীদ জিয়াউর রহমান, খা‌লেদা জিয়া ও তা‌রেক রহমা‌নের নাম লিখা হ‌য়ে গে‌ছে। তাই শত চেষ্টা ক‌রেও বিএন‌পি‌কে নি‌শ্চিন্ন করা যা‌বে না। আমা‌দের এখন এক‌টাই শপথ বর্তমান ভোট‌বিহীন সরকার‌ের পদত্যাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপ‌থে থাক‌া। ২ সেপ্টেম্বরের পর কঠিন আন্দোলনের কর্মসূচি আসছে।আগামীর কর্মসূ‌চি সফল কর‌তে নেতাকর্মীদের রাজপ‌থে থাকার আহবান জানান তিনি। বক্তব‌্য রা‌খেন, জেলা বিএন‌পির সাধারণ সম্পাদক অ‌্যাড‌ভোকেট স‌লিম উল‌্যা সে‌লি‌ম, সি‌নিয়র সহ সভাপ‌তি মাহাবুব আনোয়ার বাবলু, সহ সভাপ‌তি জ‌সিম উ‌দ্দিন খান বাবুল, দেওয়ান মোঃ স‌ফিকুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আক্তার হো‌সেন ম‌ঝি, অ‌্যাড‌ভো‌কেট হারুনুর র‌শিদ, শাহজালাল মিশন, সাংগঠ‌নিক সম্পাদক অ‌্যাড‌ঃ শামছুল ইসলাম মন্টু্, জেলা বিএনপির সদস্য মাহবুবুর রহমান শাহীন, জেলা ম‌হিলা দ‌লের সভাপ‌তি অ‌্যাড‌ঃ মনিরা চৌধুরী। চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা যুবদ‌লের সভাপ‌তি মানিকুর রহমান মা‌নিক, সাধারণ সম্পাদক অ‌্যা‌ডঃ নুরুল আ‌মিন খান আকাশ, সাংগঠ‌নিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছা‌সেবক দ‌লের সদস‌্য স‌চিব ইব্রা‌হিম কাজী জু‌য়েল,জেলা শ্রমিক দ‌লের সাধারণ সম্পাদক হা‌বিবুর রহমান ভূঁইয়া , জেলা মৎস‌্যজীবী দ‌লের সভাপ‌তি মোস্তফা কামাল,জেলা ওলামা দ‌লের সভাপ‌তি জ‌সিম উদ্দিন পাটওয়ারী ,জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান লিটন, ‌জেলা ছাত্রদ‌লেরর সভাপ‌তি ঈমান হো‌সেন গাজী, সাধারন সম্পাদক ইসমা‌ইল হোসেন পাটওয়ারী, সাংগঠ‌নিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ প্রমুখ। প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ ও আলোচনা সভায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশ শুরুর আগে বিএনপির নেতাকর্মীদের মিছিল স্লোগানে দলীয় কার্যালয় সম্মুখ এলাকা মুখোর হয়ে ওঠে। অন্যান্য নেতৃবৃন্দ ব‌লেন, বতর্মান সরকার দে‌শের নাগ‌রিক‌দের গণতা‌ন্ত্রিক ভো‌টের অ‌ধিকার কে‌ড়ে নি‌য়ে‌ছে। বিগত ১৪ অ‌বৈধ শেখ হাসিনা সরকার ক্ষমতায় থে‌কে দেশের গণতন্ত্রকে গলা টি‌পে হত‌্যা ক‌রে‌ছে। আমরা জিয়াউর রহমা‌নের নেতৃ‌ত্বে স্বাধীনতা অর্জন ক‌রে‌ছি, তা‌রেক রহমা‌নের মাধ‌্যমে;স্বাধীনতা‌কে রক্ষা কর‌বো। যখন দে‌শের গণতন্ত্র ভুল‌ন্ঠিত, দে‌শে বাকশালী আইন প্রতিষ্ঠিত ছিল ঠিক তখন গণতন্ত্র রক্ষায় শহীদ জিয়াউর রহমান ১৯৭৭ সা‌লের ১ সে‌প্টেম্বর বিএন‌পির প্রতিষ্ঠা ক‌রেন। প্রতিষ্ঠাবা‌র্ষিকী‌তে শপথ হোক সভার শুরু‌তে প‌বিত্র কোরআন থে‌কে তেলাওয়য়াত ক‌রেন শহর বিএন‌পির সভাপ‌তি আক্তার হো‌সেন মা‌ঝি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়