সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ২০:০৬

বাকিলা ইউনিয়ন পরিষদের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত 

কামরুজ্জামান টুটুল
বাকিলা ইউনিয়ন পরিষদের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত 

হাজীগঞ্জের বাকিলা ইউনিয়ন পরিষদের আয়োজনে বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। 

 

ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমানের মিলনের নেতৃত্বে মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে জাতীয় পতাকা উত্তোলন ও কালোব্যাজ ধারন করা হয়। এরপর বাদ আছর শোকসভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সভায় বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অহিদুজ্জামান পাটওয়ারী, ইউপি সদস্যদের পক্ষে প্যানেল চেয়ারম্যান মো. আবুল বাসার প্রমুখ।

ইউপি সদস্য রবিউল আলম অরুনের সঞ্চালনে বক্তব্য শেষে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, বাকিলা বাজারস্থ জিলানী জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. আবু তাহের। 

এ সময় ইউপি সদস্য দুলাল, মো. মাসুম বিল্লাহ্, মো. ইয়াছিন শেখ, মো. হাবিব, মো. শাহজান, মো. বিল্লাল গাজী, সংরক্ষিত নারী ইউপি সদস্য নারগিস আক্তার ও মাহমুদা আক্তার, সচিব মো. নাছির উল্যাহ শেখ, হিসাব সহকারী মো. নাছির হোসেনসহ মুক্তিযোদ্ধা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতবৃন্দ উপস্থিত ছিলেন।  

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়