সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ১৯:১০

জাতীয় শোক দিবসে আওয়ামীলীগের শ্রদ্ধাঞ্জলি ও শোক র‌্যালী

জাতীয় শোক দিবসে আওয়ামীলীগের শ্রদ্ধাঞ্জলি ও শোক র‌্যালী
অনলাইন ডেস্ক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা ও শোক র‌্যালি করেছে চাঁদপুর জেলা আওয়ামী লীগ ।

১৫ই আগস্ট মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে অর্ধনমিতভাবে জাতীয়, দলীয় কালো পতাকা উত্তোলন, শহরে শোক র‌্যালি করে চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাঁদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় সভাপ্রধানের বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নাঈম পাটোয়ারী দুলাল।

যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলামের সঞ্চালনা জেলা আওয়ামী লীগের কর্মসূচিতে সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূঁইয়া,আব্দুর রশিদ সরদার, মনজুরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আহছান উল্লাহ আখন্দ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ রুহুল আমিন সরকার,বজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন মোঃ বাবর,শ্রমিক দলের সভাপতি মাহবুবুর রহমান, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল মালেক দেওয়ানসহ জেলা আওয়ামী লীগের অধীনস্থ বিভিন্ন শাখার শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় তারা কালো ব্যাজ ধারণ করেন।

পরে চাঁদপুর ক্লাব থেকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে গরিব অসহায় মানুষের মাঝে দুপুরের খাবার পরিবেশন ও বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়