প্রকাশ : ১৫ আগস্ট ২০২১, ২১:১২
আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের শোক মিছিল ও শ্রদ্ধার্ঘ্য অর্পণ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুরে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
|আরো খবর
এ উপলক্ষে শিক্ষামন্ত্রী ডাঃ দীপুমনি এমপি'র চাঁদপুর শহরের নতুন বাজারস্হ বাস ভবন সম্মুখে দিনের প্রথম প্রহরে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউছুফ গাজী ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মোঃ মজিবুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে জাতীয় পতাকা অর্ধনমিত, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়।
এরপর একই স্হানে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শিক্ষামন্ত্রী ডাঃ দীপুমনি এমপি'র পক্ষ থেকে ও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। এভাবেই সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আর্শ্বাদ মিয়াজী ও বাদলের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ, রাধা গোবিন্দ গোপের নেতৃত্বে পৌর আওয়ামী লীগ, অধ্যাপিকা মাসুদা নূর খানের নেতৃত্বে জেলা মহিলা আওয়ামী লীগ, সাহিদা আক্তারের নেতৃত্বে সদর উপজেলা মহিলা আওয়ামী লীগ, কাউন্সিলর আয়শা রহমান ও আয়শা আক্তার শ্যামলীর নেতৃত্বে পৌর মহিলা আওয়ামী লীগ, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল ও প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝীর নেতৃত্বে জেলা আওয়ামী যুবলীগ, অ্যাডঃ মোঃ হুমায়ূন কবির সুমনের নেতৃত্বে সদর উপজেলা যুবলীগ, কাউন্সিলর মালেক শেখের নেতৃত্বে পৌর যুবলীগ, প্যানেল মেয়র অ্যাডঃ হেলাল হোসাইন ও ফেরদৌস মোর্শেদ জুয়েলের নেতৃত্বে জেলা স্বেচ্ছাসেবক লীগ, প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছের নেতৃত্বে জেলা যুব মহিলা লীগ,আঃ সাওার সিদ্দিকীর নেতৃত্বে জেলা কৃষক লীগ, আবুল কালাম আজাদের নেতৃত্বে জেলা শ্রমিক লীগ, জহির উদ্দিন মিজি ও সাদ্দাম হোসাইনের নেতৃত্বে জেলা ছাত্রলীগ, কাউন্সিলর সোহেল রানা ও জহির ইসলাম রবিন পাটোয়ারীর নেতৃত্বে পৌর ছাত্রলীগ, এবিএম রিজোয়ানের নেতৃত্বে সদর উপজেলা ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠন, বিভিন্ন পেশাজীবী, সামাজিক সংগঠন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।
শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে দলের সকল পর্যায়ের নেতা -কর্মীদের সমন্বয়ে উক্ত স্থান থেকে শোক মিছিল বের হয়ে চাঁদপুর সরকারি কলেজ মাঠে স্হাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে আবারো শহরের প্রধান প্রধান সড়ক প্রশিক্ষণ শেষে একই স্হানে গিয়ে শোক মিছিল শেষ হয়।