প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ০০:৫৯
শ্রীনগর আটপাড়া ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী।আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের সহযোগী সংগঠন হিসেবে ১৯৯৪ সালের ২৭ জুলাই ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আত্মপ্রকাশ ঘটে।প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি আন্দোলন, সংগ্রাম ও দুর্যোগ মোকাবিলায় সবসময় মাঠে আছে।অসহায় ও কর্মহীন মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগের এই সহযোগী সংগঠনটি।সংগঠনের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে কর্মসূচি পালন করা হচ্ছে।তারই ধারবাহিকতায়মুন্সিগঞ্জ জেলার উপজেলা শ্রীনগর উপজেলা আটপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ২৭জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কেক কেটে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন,সাবেক ছাত্রলীগ নেতা ও অস্ট্রেলিয়া প্রবাসী রুবেল হাওলাদার,শ্রীনগর উপজেলা স্বেচ্ছা সেবক লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয় সম্পাদক আল মাহমুদ,আটপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুমন দেওয়ান সহ-সভাপতি আক্তার হাওলাদার, অর্থ সম্পাদক আল-আমিন সরদার,যুবলীগ নেতা শেখ হিরু ,সাবেক ছাত্রনেতা পারভেজ শেখ, যুগ্ন সম্পাদক শেখ কানন,সাংগঠনিক সম্পাদক জুবায়ের,আটপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি তামীম মৃধা,সাবেক ছাত্রনেতা জোনায়েদ মাদবর,জিসান রাজ, রবিন শেখ,সাজ্জাদ প্রমুখ।