সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ১৮:৫০

৬নং ওয়ার্ড যুবলীগের বর্ধিত সভায় টেলিকনফারেন্সে

গোলাম মোস্তফা
৬নং ওয়ার্ড যুবলীগের বর্ধিত সভায় টেলিকনফারেন্সে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও সংগঠনকে গতিশীল করার লক্ষে চাঁদপুর পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪টায় চাঁদপুর পৌর পাঠাগারে বর্ধিত সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর -৩ আসনের তিন তিন বারের সাংসদ ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

এসময় প্রধান অতিথির বক্তব্যে

তিনি বলেন, জাতির পিতা চেয়েছিলেন “সোনার মানুষ”। যুবলীগ নেতাকর্মীদের সেই সোনার মানুষ হতে হবে। দেশের যুব সমাজকে সোনার মানুষ রূপে গড়ে তুলতে বঙ্গবন্ধুর নির্দেশে শেখ ফজলুল হক মণি যুবলীগ গঠন করেন। দেশের অর্থনৈতিক মুক্তি ও অবকাঠামোগত উন্নয়ন কাজে ঐক্যবদ্ধ যুব সমাজ দেশপ্রেমিক নাগরিক হিসেবে দেশ গঠনে ভূমিকা রাখবে এমনটিই ছিল যুবলীগ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য।

তিনি আরো বলেন, আজ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ। যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীরা নিজেদের মেধা, যোগ্যতা, দক্ষতা দিয়ে আমাদের নেত্রীর এগিয়ে যাওয়ার পথকে মসৃণ করবে, এটাই আমার বিশ্বাস। স্বাধীনতা ও বঙ্গবন্ধু শব্দটি এক ও অভিন্ন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ছাড়া আমরা স্বাধীনতা কল্পনা করতে পারি না। তার ২৩ বছরের সংগ্রাম, জেল-যুলুম, অত্যাচার আর নির্যাতন সহ্য করে তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে বাঙালি জাতিকে এই বিজয় নিয়ে এসেছিলেন। দেশের স্বাধীনতার জন্য তার যে ত্যাগ তা কোন ভাষায় প্রকাশ বা সংজ্ঞায়িত করা সম্ভব না। বাংলাদেশের উন্নয়নকে দাবিয়ে রাখার জন্য দেশীয় এবং বিদেশীরা নানা ধরণের ষড়যন্ত্রে লিপ্ত বিগত দিনে লিপ্ত ছিলো আজো রয়েছে, কিন্তু বাংলার যুব সমাজ, বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার আপোসহীন নেতৃত্বের কারণে , সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দেশ আজ এগিয়ে চলছে। আমাদের এগিয়ে চলার পথকে অব্যাহত রাখতে যুবলীগ কে অগ্রনী ভুমিকা পালন করতে হবে।

উক্ত বর্ধিত সভায়

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পাদক বিষয়ক সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুল রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, কাউন্সিলর মুহাম্মদ সোহেল রানা।

প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর পৌর যুবলীগের আহ্বায়ক মো. মালেক শেখ। বিশেষ বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর পৌর যুবলীগেী সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. শফিকুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক মো. ইকবাল হোসেন বাবু পাটওয়ারী।

পৌর ৬নং ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি স্বপন দাসের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মানিক দাসের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা যুবলীগের সদস্য আব্দুল গনি, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিডু মিজি, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল জমাদার, পৌর যুবলীগের সদস্য কালা বেপারী, জাহাঙ্গীর খন্দকার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়