সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৮ জুন ২০২৩, ১৭:৩৪

নয়া কমিটি অনুমোদনে ফরিদগঞ্জে যুব সংহতির আনন্দ মিছিল

প্রবীর চক্রবর্তী
নয়া কমিটি অনুমোদনে ফরিদগঞ্জে যুব সংহতির আনন্দ মিছিল

জাতীয় পার্টির যুব সংগঠন জাতীয় যুব সংহতি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা শাখার নয়া কমিটি অনুমোদন দেয়ায় আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা। বৃষ্টি উপেক্ষা করে বুধবার (২৮ জুন) বিকালে উপজেলা জাতীয় পার্টির কার্যালয় থেকে বের হয়ে আনন্দ মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কে প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আ: আউয়াল মিয়াজী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাউদ, যুগ্মসম্পাদক মাহফুজ শেখ, জাতীয় যুব সংহতির ফরিদগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলু শেখ, সদস্য সচিব সোহেল খান মুসা, উপজেলা জাতীয় পার্টির মহিলা সম্পাদক ফারিয়া চৌধুরী , সহসভাপতি হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, অর্থ সম্পাদক স্বপন পাটওয়ারী, উপজেলা যুব সংহতির যুগ্মআহ্বায়ক সাইফুল ইসলাম খান, সুমন খান, ইকবাল হোসেন রুবেল, শাহাদাত সর্দার, মো: রিপন, সেলিম পাটওয়ারী, মো: সোহান, মো: মহিন গাজী, সদস্য জিসান প্রমুখ।

এর আগে জাতীয় পার্টি চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দের সাথে আলোচনা পূর্বক ও যুব সংহতির জেলা শাখার আহ্বায়ক হাজী গোলাম মোস্তফা নিঝুম পাটওয়ারী ও সিনিয়র যুগ্মআহ্বায়ক নাজমুল হোসেন গাজীর স্বাক্ষরিত পত্রে আনোয়ার হোসেন বাবলু শেখকে আহ্বায়ক ও সোহেল খান মুসা কে সদস্য সচিব করে ৫১সদস্য বিশিষ্ট জাতীয় যুব সংহতির ফরিদগঞ্জ উপজেলা শাখার অনুমোদন প্রদান করেন। গত ২৬ জুন জাতীয় যুব সংহিত চাঁদপুর জেলা শাখার যুগ্মআহ্বায়ক ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পডাদক ফারুক খান আকাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তা নিশ্চিত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়