শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৩ আগস্ট ২০২১, ০০:০০

মতলব দক্ষিণে টিন ও চেক বিতরণ অনুষ্ঠানে অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি

বাঙালির লড়াই-সংগ্রামের নেপথ্যে প্রেরণাদাত্রী ছিলেন বঙ্গমাতা

বাঙালির লড়াই-সংগ্রামের নেপথ্যে প্রেরণাদাত্রী ছিলেন বঙ্গমাতা
রেদওয়ান আহমেদ জাকির ॥

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডঃ মোঃ নূরুল আমিন রুহুল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী মহীয়সী নারী ছিলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা। বাঙালির সকল লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণাদাত্রী। বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামের প্রতিটি ধাপে বঙ্গবন্ধুর সহধর্মিণী হিসেবে নয়, একজন দক্ষ নীরব সংগঠক হিসেবে যিনি নিজেকে বিলিয়ে দিয়ে বাঙালির মুক্তি-সংগ্রামে ভূমিকা রেখেছেন এবং বঙ্গবন্ধুকে হিমালয়সম আসনে অধিষ্ঠিত করেছেন, তিনি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব।

৯ আগস্ট সোমবার মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে অসহায় ও দুঃস্থদের মাঝে ঢেউটিন এবং চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপ্রধানে ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোফাজ্জল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোঃ আওলাদ হোসেন লিটন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু। এ সময় সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। পরে অসহায় ও দুঃস্থ ১৮ জনের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়