সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৮ মে ২০২৩, ২০:৫৪

মতলবে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে স্মার্ট করে গড়ে তোলা হচ্ছে

মাহবুব আলম লাভলু
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে স্মার্ট করে গড়ে তোলা হচ্ছে
মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম।

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম বলেছেন, শিক্ষাখাতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের উন্নয়ন অতুলনীয়। অবকাঠামোগত উন্নয়নসহ প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানের ব্যবস্থা নিশ্চিত করেছেন সরকার। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে বছরের ১ম দিনে বিনামূল্যে পাঠ্যবই উপহার, উপবৃত্তি প্রদান, শিক্ষকদের উন্নততর প্রশিক্ষণসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।

২৮ মে রোববার বিকেলে মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর স্কুল এন্ড কলেজের শিক্ষকদের সাথে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের আরো উন্নয়ন করে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। সেই লক্ষ্যে স্মার্ট নাগরিক গড়ে তুলতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে স্মার্ট করে গড়ে তোলা হচ্ছে।

নিশ্চিন্তপুর স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খানের সভাপতিত্বে ও প্রভাষক শামীমা ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির সদস্য আসাদুজ্জামান, নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল হোসেন, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ উল্যাহ, মামুদ আলম মাস্টার, প্রভাষক আল-আমিন পারভেজ ও প্রভাষক সমীর ঘোষ।

সভায় উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার ওসি মহিউদ্দিন, মেঘনা-ধনাগোদা পানি ফেডারেশনের সভাপতি শাহীন চৌধুরী, ইসলামবাদ ইউপি চেয়ারম্যান মুকুল সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডঃ আক্তারুজ্জামান প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়