প্রকাশ : ১০ মে ২০২৩, ২১:২০
জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে এদেশের মানুুষ সুখে ছিল : এমরান হোসেন মিয়া
|আরো খবর
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির সভাপতি এমরান হোসেন মিয়া বলেছেন, জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে এদেশের মানুুষ সুখে ছিল। একদিকে উন্নয়ন হয়েছে, অন্যদিকে মানুষ দুই বেলা ভাত খেতে পেরেছে। কিন্তু আজ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের নাভিশ্বাস হয়ে উঠেছে। এখন চালের মূল্য প্রায় শতের ঘরে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে। এজন্যে এখন থেকে গ্রামে গ্রামে, ইউনিয়নে জাতীয় পার্টির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। পল্লীবন্ধু সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদের আদর্শকে বুকে ধারণ করে এবং আমাদের দলের চেয়ারম্যান জিএম কাদেরের নির্দেশনা অনুসারে আমাদের কাজ করতে হবে। তবেই এদেশের মানুষের মাঝে আবারো সুদিন ফিরে আসবে।
তিনি আরো বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা শেখ সাজ্জাদ রশিদ সুমন ফরিদগঞ্জের মানুষের জন্যে দীর্ঘদিন ধরেই কাজ করছেন। আশাকরি আগামী দিনগুলোতেও তিনি এ ধারা অব্যাহত রাখবেন।
গতকাল ১০ মে বুধবার দুপুরে ফরিদগঞ্জের পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের রামদাসেরবাগ আলিম মাদ্রাসা মাঠে শেখ সাজ্জাদ রশিদ সুমনের উদ্যোগে দুঃস্থ ও অসহায় লোকজনের মাঝে বস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।
শেখ সাজ্জাদ রশিদ সুমনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মাওলা, চাঁদপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল লতিফ শেখ, ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি তারেক এ আদেল, জাতীয় পার্টির নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ আলম, ফরিদগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল আউয়াল মিয়াজী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাউদ, যুগ্ম সম্পাদক মাহফুজ শেখ, জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খান, সহ-সম্পাদক শিবলী আহমেদ সবুজ, রামদাসেরবাগ সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. মিজানুর রহমান খন্দকার। আলোচনা শেষে সহস্রাধিক লোকের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।