প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৩, ০৯:৩০
১০ দফা আদায় ও বিদ্যুতের মূল্য কমানোর দাবীতে চাঁদপুর পৌর ও সদর উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল
দেশ পরিচালনায় সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ : আকতার হোসেন মাঝি
বিএনপি ঘোষিত ১০ দফা দাবি আদায় ও বিদ্যুতের মূল্য কমানোর দাবীতে চাঁদপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে চাঁদপুর পৌর ও সদর উপজেলা বিএনপি। সোমবার (১৬ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটায় বাবুরহাট হাই স্কুলের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যৌথভাবে এ সমাবেশের আয়োজন করা হয়।
|আরো খবর
বিক্ষোভ কর্মসূচিতে চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আকতার হোসেন মাঝি'র সভাপতিত্বে ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খানের পরিচালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ হারুনুর রশিদ ও সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন।
এসময় পৌর বিএনপির সহ সভাপতি আহসান উল্লাহ সেন্টু, সিনিয়র যুগ্ম সম্পাদক আঃ কাদির বেপারি, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, সদর উপজেলা বিএনপির সহ সভাপতি বাবু পাটওয়ারী, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন সিকদার,সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ তাফাজ্জল হোসেন,আকতার হোসেন সাগর,জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাডঃ নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার,জেলা মৎম্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইখতিয়ার উদ্দিন শিশু, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক এইচএম ইসমাইল হোসেন পাটওয়ারীসহ পৌর ও উপজেলা বিএনপি এবং অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া পৌর ওয়ার্ড এবং উপজেলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সমাবেশে সভাপতির বক্তব্যে চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আকতার হোসেন মাঝি বলেন, সরকার দেশের মানুষকে বিদ্যুৎ দেয়ার নামে তামাশা করছে। মানুষ একদিকে বিদ্যুৎ পাচ্ছ না, অন্য দিকে বার বার বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। কুইকরেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করা হয়েছে। বিদ্যুৎ খাতে দূর্নীতির কারনে দেশের জনগণ আজ তার মাশুল দিচ্ছে। দেশ পরিচালনায় সরকার সর্বক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তাই এই দুর্নীতিবাজ সরকার ক্ষমতায় থাকার সকল অধিকার হারিয়ে ফেলেছে। দেশের এই ক্রান্তিলগ্নে গণতন্ত্র পুনরুদ্ধারে জন্য বিএনপি ১০ দফা আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়েছে, যা অত্যন্ত সময়োপযোগী। দেশের জনগনকে সাথে নিয়ে সকল কর্মসূচি বাস্তবায়ন করে এই ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এ সময় তারা বিদ্যুতের বর্ধিত দাম কমানোর জোর দাবী জানান ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বাজার এলাকা প্রদক্ষিণ করে। এদিকে বিএনপির এই বিক্ষোভ কর্মসূচি ঘিরে সেখানে চাঁদপুর সদর মডেল থানার ওসির নেতৃত্বে মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ।