বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২২, ১৯:৫০

চাঁদপুর শহর জামায়াতের সাবেক আমীর ও সিনিয়র সাংবাদিক অ্যাডঃ শাহজাহান গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর শহর জামায়াতের সাবেক আমীর ও সিনিয়র সাংবাদিক অ্যাডঃ শাহজাহান  গ্রেফতার

চাঁদপুরে পুলিশের দায়েরকৃত মামলার এজহারভুক্ত আসামী শহর জামায়াতের সাবেক আমীর ও স্থানীয় সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়াকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে শহরের পুরাণ বাজার তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাহজাহান মিয়া চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর দিগন্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশক।

গত শনিবার (২৪ ডিসেম্বর) চাঁদপুর শহরে ১০ দফা দাবী আদায় ও জামায়াতের কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবীতে মিছিল করে জামাত। পরবর্তীতে পুলিশের উপর হামলা, ককটেল বিস্ফোরন ও রাস্তায় যানচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ এনে জামায়েত ইসলামীর ১৩ জন আসামীর নাম উল্লেখ ও অজ্ঞাত প্রায় দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানার এসআই সুমন চন্দ্র নাহা বাদী হয়ে মামলা দায়ের করেন।

ওই দিন মিছিলের ঘটনাস্থল থেকে পুলিশ গণমিছিল থেকে ১৩ জন আসামীকে আটক করলেও যাচাই বাচাই শেষে ৬ জন শিবির কর্মীকে পরদিন রবিবার (২৫ ডিসেম্বর) আদালতে পাঠায়।

এদিকে,অ্যাডঃ শাহজাহান মিয়ার পরিবারের দাবি চোখের চিকিৎসা নিয়ে তিনি নিজ বাসায় শয্যাশায়ি।অসুস্থ জেনেও পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। অ্যাডঃ শাহজাহান চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য ছাড়াও তিনি চাঁদপুর বারের একজন সিনিয়র আইনজীবী।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, গ্রেফতার শাহজাহান মিয়া এজহারভুক্ত আসামী। বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন এবং আদালতে পাঠানো হবে। এই মামলার অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়