প্রকাশ : ১৯ অক্টোবর ২০২২, ১৬:৫৪
জেলা পরিষদকে উন্নয়নের সূতিকাগার হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছি : ওচমান গনি পাটওয়ারী
চাঁদপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ ওচমান গনি পাটওয়ারী বলেছেন, ভোটারদের প্রতি আমি কৃতজ্ঞ তারা আমাকে নানা প্রতিকূলতার মধ্যেও ভোট দিয়ে টানা দ্বিতীয়বারের মতো চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন। আমি সবসময় জেলা পরিষদকে উন্নয়নের সূতিকাগার হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছি। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। আমি চাই সকলে মিলে আমাদের জেলাকে স্বচ্ছ ও সুন্দর রাখবো। ভোটের কথা বলতে গিয়ে তিনি বলেন, এই নির্বাচনে নতুন করে অনেক কিছু দেখা ও বোঝার অভিজ্ঞতা হলো। তবে তা রাজনীতির জন্য কতটুকু ভাল তা সময়েই বলে দিবে।
|আরো খবর
বুধবার( ১৯ অক্টোবর) দুপুরে তিনি ফরিদগঞ্জ পৌরসভায় মেয়রসহ জনপ্রতিনিধিদের সাথে সাক্ষাতকালে এসব কথা বলেন। তিনি বলেন, আজ আমি নির্বাচনে বিজয়ের পর স্বাধীনতার সূর্য্য সন্তান যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধার সাথে সাক্ষাত করতে এসেছি। এসময় তিনি পৌর মেয়র , ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্দাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীকে ফুলেল শুভেচ্ছা জানান।
জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে পৌর মেয়র , ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্দাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেন, যোগ্য লোকের হাতে জেলা পরিষদ চেয়ারম্যান পদ উঠেছে এটা আমাদের জন্য আনন্দের। আশা করছি বিগত সময়ের মতো নতুন এই পথ চলায় জেলা পরিষদ চেয়ারম্যান উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখবেন।
সৌজন্য সাক্ষাতকালে এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র আ: মান্নান পরান, কাউন্সিলর জাকির হোসেন গাজী, আবুল হাশেম, পৌরসভার নিবার্হী প্রকৌশলী নজরুল ইসলাম চৌধুরী, সহকারি প্রকৌশলী দেলওয়ার হোসেন, ক্যাশিয়ার গিয়াস উদ্দিন প্রমুখ।