প্রকাশ : ১৭ অক্টোবর ২০২২, ০১:১৫
জেলা পরিষদ নির্বাচনে শাহরাস্তিতে সদস্য প্রার্থীদের ভোটারদের কাছে বিরামহীন দৌড়াদৌড়ি
জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ আজ। শেষ মুহূর্তে সদস্য প্রার্থীগন ভোটারদের আস্হা অর্জনের শেষ চেষ্টা টুকু চালিয়ে যেতে লক্ষ্য করা গেছে। মাত্র দেড় শ' ভোটারদের কাছে ইতিমধ্যে এক একজন প্রার্থী বেশ কয়েকবার দেখা করে ফেলেছেন তারপরও আসস্হ হতে না পেরে ভোটারদের পিছু ছাড়ছে না কেউ কেউ। ইতিমধ্যে অনেক ভোটার তাদের ভোট নিয়ে বিপাকে পড়েছেন। কাকে রেখে কাকে ভোট দিবেন এছাড়াও রয়েছে বাড়তি চাপ। চাপ ও অর্থ এবং সম্পর্কের বেড়াজালে অনেকেই আটকা পড়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন। অনেকেই মন্তব্য করছেন অল্প ভোটে ঝালা বেশি! বিগত নির্বাচনের কথা মাথায় রেখে অনেকটা নিরবেই এবং সতর্ক অবস্থানে থেকে ভোট দিবেন ভোটারগন এমনটাই ধারণা করা হচ্ছে। জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তেমনটি তোড়জোড় লক্ষ্য করা না গেলেও সদস্য পদ নিয়ে চলছে স্হানীয় রাজনীতির মেরুকরণ। প্রার্থীদের মধ্যে সবাই আওয়ামীলীগ সমর্থিত হওয়ায় ভোটের সমিকরণ মিলাতে হিমশিম খেতে হচ্ছে। শাহরাস্তিতে সদস্য পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন বর্তমান সদস্য উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী ( ক্রিকেট বেট), উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন তুষার ( অটোরিকশা), কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা মাহবুবুর রহমান ( সিলিংফ্যান) মেহের উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনির হোসেন ( টিউবওয়েল), ক্ষ ইব্রাহিম খলিল ( তালা)। সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কাশেম জানান, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ূন রশীদ জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মান্নান জানান, নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে।