প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২২, ২১:৪২
পুলিশ বলে উপরের নির্দেশ, উপরটা কে আমরা জানতে চাই : ইঞ্জিঃ মমিনুল হক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনৈতিক কোন কর্মসূচিতে বাধা দেয়া হবে না। আর পুলিশ বলে উপরের নির্দেশ আছে মিছিল মিটিং করা যাবে না। আমরা জানতে চাই উপরের নির্দেশটা কে দিলো। উপরের কথা বলে আমাদেরকে ঘরে আটকে রাখা যাবে না। আজকে আমাদের মাইক নিয়ে গেছে মঞ্চ ভেঙ্গে ফেলা হয়েছে। আমাদের নেতা-কর্মীদেরকে আজকে অনুষ্ঠনে আসতে পথে পথে বাধা দিয়ে তারা আওয়ামী লীগ নেতা-কর্মীদের ভূমিকা পালন করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তবে এসব কথা বলেন বিএনপি‘র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক।
|আরো খবর
শনিবার বিকালে হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় স্বর্ণকলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্বর্ণকলি হাইস্কুল মাঠে আয়োজিত সমাবেশে ইঞ্জিনিয়ার মমিনূল হক স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমার ছবি তুলে লাভ নেই, রাস্তায় পুলিশের ছবি তুলুন। তারা আমাদের শান্তিপূর্ণ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে নেতা-কর্মীদের আসতে দিচ্ছে না।
এ সময় তিনি আরো বলেন, আজ আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী। আনন্দমুখর পরিবেশে হাজার হাজার নেতা-কর্মীদের উপস্থিতিতে আমরা আমাদের নেতার কথা বলবো, আমরা আমাদের নীতির কথা বলবো, অধিকারের কথা বলবো। কিন্তু আমরা বলতে পারিনা। আমাদের এই সমাবেশ-তো এখানে হওয়ার কথা ছিল না। কিন্তু আমাদেরকে বাধ্য করা হলো, এখানে মিটিং করতে হবে। পুলিশ আমাদেরকে রাস্তায় নামতে দেয় না।
হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজনে এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপ্রধানে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ রহিম পাটওয়ারীর সঞ্চালনে এসময় আরো বক্তব্য রাখেন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল খায়ের মজুমদার । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম.এ নাফের শাহ্, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক খোরশেদ আলম ভুট্টু, উপজেলা যুবদলের আহবায়ক আকতার হোসেন দুলাল, সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমন, পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান সেলিম, সদস্য সচিব বিল্লাল হোসেন পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসাইন বেলাল, সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মজিবুর রহমান, সদস্য সচিব ইকবাল সর্দার।এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ইমাম হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক এস.এম ফয়সাল হোসেন, সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, পৌর ছাত্রদলের আহবায়ক আবু ইউছুফ, সদস্য সচিব দ্বীন ইসলাম টগর, পৌর শ্রমিক দলের সভাপতি রাশেদ আলম হীরা, সাধারন সম্পাদক সোহেল রানাসহ উপজেলা, পৌর ও উপজেলার সকল ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় সহশ্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাতা বার্ষিকীর জন্মদিনের কেক কেটে নেতাকর্মীরা আনন্দ উল্লাস করে।