রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৯ আগস্ট ২০২২, ২০:৩৫

রাজপথে বিএনপি আর গণভবন দখলে থাকবে জনগণ : শেখ ফরিদ আহমেদ মানিক

রাজপথে বিএনপি আর গণভবন দখলে থাকবে জনগণ : শেখ ফরিদ আহমেদ মানিক
অনলাইন ডেস্ক

কেন্দ্রীয় নেতা ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন সকল জিনিসপত্রের দাম মানুষের ক্রয় ক্ষমতা মধ্যে ছিল। এখন দ্রব্য মূল্যের দাম এতো বৃদ্ধি পেয়েছে। দেশের মানুষ আজকে ভালো নেই। সেই দিন বেশি দূরে নয়, সময় খুব কাছে। বাংলাদেশে স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির কর্মীরা রাজপথ দখলে থাকবে আর জনগণের দখলে থাকবে গণভবন।

এই সরকার দেশের বারোটা বাজিয়ে দেশের টাকা চুরি করে সুইস ব্যাংকে রেখেছে। দেশের অর্ধেক টাকা তাদের লোকজনের কাছে। মন্ত্রী বলছে খেলা হবে, আমরাও বলছি খেলা হবে। তবে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সাথে খেলবেন আপনাদের প্লেয়ার কোথায়? বরগুনায় দেখেন নাই বিশজন পুলিশের সাথে পারেন নাই।আর আমাদের ১৪ বছর যাবত পুলিশ টর্চার করে চলেছে, জেলখানা বড় হয়েছে। কিন্তু বিএনপির একজন কর্মীও এদিক সেদিক যায়নি।

তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি পালন উপলক্ষে ১৯ আগস্ট শুত্রবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত আলোচনা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শেখ ফরিদ আহমেদ মানিক আরো বলেন, রাজপথে খেলার জন্য বিএনপি প্রস্তুত রয়েছে, যখন ডাক আসবে খেলা হবে।

স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী দিনে ওয়ার্ড এবং ইউনিয়ন ভিত্তিক কর্মসূচি আসছে। স্ব স্ব এলাকার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিএনপি নেতাদের সাথে যোগাযোগ করে কর্মসূচিকে সার্থক করবেন। কোন বাধা আসলে আগের মত প্রতিরোধ করবেন। তিনি শান্তিপূর্ণ সমাবেশের জন্য স্বেচ্ছাসেবক দলের সকলকে ধন্যবাদ জানান।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালীর সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী মুহাম্মাদ ইব্রাহিম জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম, সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিমুছ সালাম,পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ হারুনুর রশীদ ।

সভায় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোলেমান ঢালী, যুগ্ম আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন শিশু, লিটন সরকার, মাসুদুর রহমান মাঝি, কামরুজ্জামান হাসনাত, সামছুল আলম সূর্য, সামছুল আরেফিন, অলি আহমেদ চৌধুরী প্রমূখ ।সভার শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ফয়সাল খান। এ সময় স্বেচ্ছাসেবক দলের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিন দুপুরের পর থেকে স্বেচ্ছাসেবক দলের সকল ইউনিট থেকে নেতাকর্মীরা পৃথক পৃথক মিছিল নিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মসূচিতে সমবেত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা বিরাট সমাবেশে পরিণত হয়। এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের সরকার বিরোধী স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়