রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৫ আগস্ট ২০২২, ১৬:২০

জাতীয় শোক দিবসে কাউন্সিলর কবির চৌধুরীর মিলাদ ও মেজবানী

স্টাফ রিপোর্টার
জাতীয় শোক দিবসে কাউন্সিলর কবির চৌধুরীর মিলাদ ও মেজবানী

চাঁদপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর যুবলীগ সদস্য অ্যাডঃ মোঃ কবির হোসেন চৌধুরীর আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ মাহফিল ও মেজবানী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ আগস্ট) দুপুর ১২টায় জিটি রোড উত্তর বিষ্ণুদী কাউন্সিলর কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল। তিনি তাঁর বক্তব্যে বলেন, ১৫ আগস্ট বাংঙ্গালি জাতীর জন্য শোকের দিন। এ দিনটিতে ঘাতকদের বুলেটের আঘাতে জাতী হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের। ঘাতকরা বঙ্গবন্ধুর ইতিহাস মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু সেটা বাংলার জনগণ দেয়নি। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকীতে জাতি তাকে ভূলেনি। আজ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে লক্ষ লক্ষ মানুষ কোরআন খতম, তাঁর জীবন নিয়ে আলোচনা, মিলাদ মাহফিল ও তাবাররুক বিতরণ করেছেন।

মিলাদ অনুষ্ঠানে দোয়া মোনাজাত করেন জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি ও চেয়ারম্যান ঘাটা বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা মোঃ সাইফুদ্দিন খন্দকার। মিলাদ -কিয়াম পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মুফতি মোঃ কেফায়েত উল্লাহ। মোনাজাতে অংশ নেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মোঃ মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর পৌর যুবলীগের যুগ্ম সাধারণ মাহমুদ আহমেদ মিঠু, কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৬ এর সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজী ও কোষাধ্যক্ষ মোঃ আবদুর রহমান তালুকদার, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন সহ পৌর ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সহস্রাধিক মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়