রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৪ জুলাই ২০২২, ২৩:১৭

এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা যুব সংহতির আলোচনা সভা ও দোয়া

স্টাফ রিপোর্টার
এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা যুব সংহতির  আলোচনা সভা ও দোয়া

সাবেক রাষ্ট্রপতি, সাবেক বিরোধী দলীয় নেতা ও জাতীয় পাটির প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা জাতীয় যুব সংহতির উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ দোয়া অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকালে জেলা যুব সংহতির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী শওকত আখন্দ আলমগীর। তিনি বলেন, আজকে আমাদের জন্যে একটি শোকাবহ দিন। এদিনে আমাদের প্রিয় নেতা আমাদের ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেছেন। প্রিয় নেতার জন্যে চাঁদপুরে এ ধরণের আয়োজন দেখে আমার খুবই ভালো লাগছে।

জেলা যুব সংহতির আহবায়ক হাজী মোঃ গোলাম মোস্তফা নিঝুম পাটওয়ারী'র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব সংহতির সদস্য আবুল কালাম আজাদ টুলু।

জেলা যুব সংহতির যুগ্ন আহবায়ক মোঃ নাজমুল হোসেন গাজীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা যুব সংহতির যুগ্ন আহবায়ক মোঃ আলাউদ্দিন চৌধুরী, জেলা যুবসংহতির মোঃ দ্বীন ইসলাম সরদার, জেলা যুবসংহতির যুগ্ন আহবায়ক মোঃ হারুন গাজী, জেলা যুবসংহতির যুগ্ন আহবায়ক মোঃ আঃরহমান ভূইয়া, শহর যুবসংহতির সদস্য সচিব মোঃ ফারক হোসেন আকাশ, সদর উপজেলা যুব সংহতির যুগ্ন আহবায়ক, মোঃ সেলিম শেখ, হাজীগঞ্জ উপজেলা যুব সংহতির সাংগঠনিক সম্পাদক মোঃ জহির আহমেদ, শহর যুবসংহতির যুগ্ন আহবায়ক, মোঃ মনির হোসেন মিঝি প্রমুখ।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন কিতাব উদ্দিন জামে মসজিদের ইমাম মাওলানা মো. আব্দুর রাজ্জাক।

আলোচনা সভায় বক্তারা বলেন, অনেকেই ভেবেছিলেন এরশাদ মারা গেলে জাতীয় পার্টির অস্তিত্ব থাকবে না। তাদের এধারনা আজকে ভুলে রূপান্তরিত হয়েছে। তাঁর মৃত্যুর পরও আল্লাহপাক তাঁকে অনেক সম্মান দিয়েছেন। তাঁর জানাযায় প্রচুর মানুষের সমাগম হয়েছিলো। সত্যি কথা বলতে আমরা গর্বিত। সামনের নির্বাচনে ইনশাআল্লাহ জাতীয় পার্টি একটি ভালো অবস্থানে যাবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়