প্রকাশ : ২৩ জুলাই ২০২১, ০৯:২০
খালেদা জিয়াকে ধন্যবাদ জানালেন ওবায়দুল কাদের

করোনার ভ্যাকসিন গ্রহণ করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সব অপপ্রচার মিথ্যা প্রমাণ করে দেশে একের পর এক ভ্যাকসিনের চালান আসছে, বাড়ছে সরবরাহ। গণটিকাদানের বয়সসীমা কমিয়ে এর আওতা বাড়ানো হয়েছে। পর্যায়ক্রমে ভ্যাকসিন আসার সঙ্গে সঙ্গে বয়য়সীমা আরো কমিয়ে আনবে শেখ হাসিনা সরকার।
|আরো খবর
- গুপ্টিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল
- খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনায় জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুল আলম সূর্যের ইফতার বিতরণ
- আমরা চাঁদপুরে একটি সুন্দর জনসভা করতে চাই জিয়া খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ছাড়া অন্য ছবি থাকলে ব্যবস্থা : শেখ ফরিদ আহমেদ মানিক
গত ২০ জুলাই তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, শুরু থেকে বিএনপি নেতারা নানান অপপ্রচার চালালেও শেষ পর্যন্ত বেগম খালেদা জিয়াও ভ্যাকসিন গ্রহণ করেছেন।