রবিবার, ০৩ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৫ জুন ২০২২, ২০:৪৯

ফরিদগঞ্জে আওয়ামী লীগের বর্ধিতসভা উপলক্ষে প্রস্তুতি সভার সিদ্ধান্ত

দলীয় শ্লোগানের বাইরে ব্যক্তি বিশেষের নামে শ্লোগান দেয়া যাবে না

প্রবীর চক্রবর্তী
দলীয় শ্লোগানের বাইরে ব্যক্তি বিশেষের নামে শ্লোগান দেয়া যাবে না

আগামী ১৮ জুন শনিবার ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যার পর উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বর্ধিত সভাকে সফল করতে নানা সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্তের মধ্যে কার্ডধারী প্রতিনিধির বাইরে কেউ বর্ধিত সভাংয় অংশগ্রহণ করতে পারবে না। এছাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যেসব সভাপতি ও সম্পাদকদের মধ্যে যারা কেন্দ্রীয় নিদের্শনা মোতাবেক বহিষ্কৃত রয়েছেন তারাও সভায় অংশগ্রহণ করতে পারবেন না। এছাড়া সভাকে সফল করতে এবং বিশৃঙ্খলা এড়াতে জয়বাংলা, জয় বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার নামে শ্লোগান ছাড়া কোন ব্যক্তির নামে শ্লোগান দেয়া যাবে না। তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী। সভায় উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ১৮ জুন শনিবার ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে পুরো র্উপজেলায় উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী, ২৫ জুন পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানমালা এবং নতুন সদস্য সংগ্রহসহ আওয়ামীলীগের ইউনিয়ন ও উপজেলা সম্মেলন নিয়ে আলোচনার বিষয় এজেন্ডা থাকায় এই আমেজের সৃষ্টি হয়েছে।

উপজেলা আওয়ামীলীগের সূত্রে জানা গেছে, বর্ধিত সভার দাওয়াতপত্র ইতিমধ্যেই সকল প্রতিনিধি এবং অতিথিবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়েছে। উপজেলা আওয়ামীলীগের কার্যনিবার্হী পরিষদের সকল সদস্য, পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবং সম্পাদকবৃন্দসহ ১২০জন এই বর্ধিত সভায় অংশগ্রহণ করবেন।

সভায় প্রধান অতিথি হিসেবে চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ এবং প্রধান আলোচক হিসেবে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বক্তব্য রাখবেন। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বর্তমান সংসদ সদস্য জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান , সাবেক সংসদ সদস্য চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া . ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া জেলা আওয়ামীলীগের সাংগঠনিক টিমের প্রধান সন্তোষ দাসসহ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এদিকে বর্ধিত সভার এজেন্ডায় দলের সম্মেলনের বিষয় থাকায় সম্ভাব্য প্রার্থী ও তাদের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম, ব্যানার ফেস্টুনসহ নানা ভাবে নিজেদের প্রার্থীর বিষয়ে প্রচারণা শুরু করেছেন। ফলে অনেকদিন পর আবারো সরগরম আওয়ামীলীগের রাজনৈতিক অঙ্গন। তবে বিগত কয়েক বছর ধরে দলীয় গ্রুপিংয়ের কারণে বিভক্ত রাজনীতি বর্ধিত সভাকে কেন্দ্র করে কোন পথে যায়, সেই দিকে দৃষ্টি সকলের।

বর্ধিত সভার বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার জানান, আমরা এজেন্ডা ভিক্তিক আলোচনা করবো। এখানে নির্ধারিত প্রতিনিধির বাইরে কেউ প্রবেশ করতে পারবে না। শান্তিপূর্ণভাবে এই সভাকে শেষ করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। সম্মেলন বিষয়ে তিনি বলেন, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। আমরা সদস্য সংগ্রহ বিষয়সহ সকল বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা করবো।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনা ছাড়া কারো নামে কোন শ্লোগান বর্ধিত সভার ভিতরে ও বাইরে দেয়া যাবে না। সামনে জাতীয় সংসদ নির্বাচন তাই দলের বৃহত্তর স্বার্থে আওয়ামী পরিবারের সকলে এক ও অভিন্ন বর্ধিত সভার সফল সমাপ্তি তার প্রমাণ দিবে বলে আশা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়