রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১২ জুন ২০২২, ১৩:০৬

চাঁদপুর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন

দেশের শাসক পরিবর্তনে জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি

গোলাম মোস্তফা
দেশের শাসক পরিবর্তনে জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি

জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি বলেছেন, জাতীয় পার্টি সন্ত্রাস নৈরাজ্য ও আন্দোলনের নামে জ্বালাও পোড়াও রাজনীতিতে বিশ^াস করে না। জাতীয় পার্টি সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং সকল অনিয়মের বিরুদ্ধে সংসদে ও রাজপথে প্রতিবাদ করে আসছে।

তিনি বলেন, জাতীয় পার্টিকে জনগণের ছিনতাই হওয়া অধিকার ফিরে পেতে এবং শাসকের পরিবর্তনের জন্যে কাজ করতে হবে। এজন্যে জাতীয় পার্টির সকল স্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

জিএম কাদের এমপি গতকাল ১১ জুন শনিবার সকাল ১০টায় চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুর জেলা জাতীয় পাটির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

চাঁদপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব মোঃ এমরান হোসেন মিয়ার সভাপতিত্বে ও জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির প্রাদেশিক বিষয়ক সম্পাদক মোঃ খোরশেদ আলম খুশুর পরিচালনায় সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী মজিবুল হক চুন্নু এমপি।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জিএম কাদের বলেন, বাংলাদেশের রাজনীতি এখন আগের মতো নেই। বাংলার শাসক পরিবর্তন করতে গেলে মানুষ ঠিকমতো ভোট দিতে ভোট কেন্দ্রে যেতে পারে না। আবার ভোট কেন্দ্রে গেলে নিজের ভোট নিজে প্রদান করতে পারে না। দেশের জনগণের মালিকানা আজ ছিনতাই হয়ে গেছে। সেই ছিনতাই হওয়া অধিকার ফিরিয়ে দিতে ও দেশের শাসক পরিবর্তনের জন্যে জাতীয় পার্টিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দরকার।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি সারাদেশে ৩০০ আসনে প্রার্থী দেয়ার লক্ষ্যে কাজ শুরু করেছে। আমাদের টার্গেট হচ্ছে আগামীতে দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া। সেই টার্গেট নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এজন্যে জাতীয় পার্টির সকল স্তরের নেতা-কর্মীদের প্রতি আমার আহ্বান থাকবে, কে কত বড় নেতা বা কে কোন্ পদ পেলো সেটি বড় কথা নয়, আমরা সবাই দলের কর্মী এটি ভেবেই আমাদের কাজ করতে হবে। আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু কোনো প্রতিহিংসার রাজনীতি থাকতে পারবে না। কারণ জাতীয় পার্টি হানাহানি, সস্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও পোড়াও রাজনীতিতে বিশ^াস করে না। এ বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। ঐক্যবদ্ধ নেতৃত্বে আমরাই করবো আগামীর প্রজন্মের বাসযোগ্য অর্থনৈতিক স্বনির্ভর বাংলাদেশ।

তিনি আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে একটি শক্তিশালী রাজনৈতিক সংগঠনে রূপান্তর করার আহ্বান জানিয়ে বলেন, আগে আমাদের শক্তি সঞ্চয় করতে হবে। এরপর আমরা কার সাথে জোট করবো কি করবো না সেই বিষয়ে সিদ্ধান্ত নিবো। আগামীতে আওয়ামী লীগ বা বিএনপির সাথে জোট করবো, না কি নিজেরাই আলাদা জোট করবো সেটি পরিস্থিতি ও সময় বলে দেবে।

সম্মেলনে মজিবুল হক চুন্নু এমপি বলেন, আগামী নির্বাচন হলো স্বাধীনতার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট। তাই এ নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় পার্টিকে নিয়ে যে ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্রের বিষয়ে দলীয় নেতা-কর্মীদের সতর্ক নজর রাখতে সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামিমুল হায়দার পারভেজ পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব অ্যাডঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব (ঢাকা বিভাগ) লিয়াকত হোসেন খোকা, প্রেসিডিয়াম সদস্য নাজমা আক্তার, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর শিকদার লোটন, জাতীয় পার্টির চেয়ারম্যানের বৈদেশিক বাণিজ্য বিষয়ক উপদেষ্টা শেখ সাজ্জাদ রশিদ সুমন, চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, সাবেক এমপি ডাঃ একেএসএম শহীদুল ইসলাম, সাবেক এমপি মাওলানা ইলিয়াস ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব বেলাল হোসেন।

মাওঃ জাকির হোসেন হিরুর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপূর্বে জাতীয় পতাকা উত্তোলন করেন দলের চেয়ারম্যান জিএম কাদের এমপি ও দলীয় পতাকা উত্তোলন করেন মজিবুল হক চুন্নু এমপি। এরপর সাংগঠনিক রিপোর্ট পেশ করেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক শওকত আখন্দ আলমগীর।

সম্মেলনে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ আঃ লতিফ শেখ, জেলা জাতীয় পার্টির যুগ্ম

আহ্বায়ক এমদাদুল হক রুমন, পৌর জাতীয় পার্টির আহ্বায়ক শাহআলম মিজি, সদস্য সচিব ফেরদৌস খান, জেলা যুব সংহতির সদস্য সচিব হান্নান ঢালী, জেলা জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব শরীফ হোসেনসহ অন্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এমরান হোসেন মিয়া ও সদস্য গোলাম মোস্তফা।

সম্মেলনে একক সভাপতি প্রার্থী আলহাজ্ব মোঃ এমরান হোসেন মিয়াকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। আর সাধারণ সম্পাদক পদে আগামী ১ সপ্তাহের মধ্যে ঘোষণা দেয়া হবে বলে দলের মহাসচিব সাবেক মন্ত্রী মজিবুল হক চুন্নু এমপি সম্মেলনস্থলে ঘোষণা দেন।

উল্লেখ্য, দীর্ঘ ১ যুগ পর চাঁদপুর জেলা জাতীয় পার্টির এই সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে জাতীয় পার্টির ব্যানারে নানা রং-বেরংয়ের ব্যানার ফেস্টুন, গেঞ্জি, ক্যাপ পরিধান করে দলীয় নেতা-কর্মীরা উৎসবরমুখর পরিবেশে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে সম্মেলনস্থলে আসেন। তবে সম্মেলনে ফরিদগঞ্জ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যানের বৈদেশিক বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ সাজ্জাদ রশীদ সুমনের মিছিলটি সকলের নজর কেড়েছে। শুধু তাই নয়, সম্মেলনে গেঞ্জি ক্যাপ পরিধান করে ফরিদগঞ্জ থেকে আগত প্রায় ৭ শতাধিক নেতা-কর্মীর শুরু থেকে শেষ পর্যন্ত সরব উপস্থিতি সকলের নজর কেড়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়