সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৯ জুলাই ২০২১, ১৮:৫৩

আসুন, করোনা মোকাবেলায় ঐক্যবদ্ধ হই-১

আসুন, করোনা মোকাবেলায় ঐক্যবদ্ধ হই-১
আবুল খায়ের পাটওয়ারী
প্রবীর চক্রবর্তী

‘করোনায় সারাদেশে মৃত্যুর মিছিল চলছে। প্রতিদিন হাজার হাজার লোক আক্রান্ত হচ্ছে। এক ভয়াবহ বিপর্যয়ে দেশ। চাঁদপুরে করোনা সংক্রমণ সারাদেশের গড়ের চেয়েও বেশি। এমতাবস্থায় আপনার ব্যক্তিগত/প্রতিষ্ঠান/সংগঠনের পক্ষ থেকে আপনি করোনা মোকাবেলায় বিশেষ করে মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি মানার জন্যে সচেতনতা সৃষ্টিতে স্বেচ্ছায় ছোট-বড় কী কাজ করতে চান কিংবা কী বলতে চান?'

চাঁদপুর কণ্ঠের এমন প্রশ্নে নিম্নোক্ত নেতৃবৃন্দ যা বললেন----

প্রতিটি ওয়ার্ডে নিজে গিয়ে সচেতনতা সৃষ্টির চেষ্টা করবো : আবুল খায়ের পাটোয়ারী

আবুল খায়ের পাটওয়ারী ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ছাড়াও যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং সেক্টর কমাণ্ডার ফোরামের সভাপতি।

চাঁদপুর কণ্ঠের উপরোক্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, দেখেন আমি মাত্র কয়েকমাস হলো জনপ্রতিনিধি হয়েছি। তার আগে রাজনীতি করার সাথে সাথে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম। বিগত বছর আমি পৌর এলাকায় নিজের মুক্তিযোদ্ধা ভাতার অর্থ দিয়ে কয়েকশত লোককে খাদ্য সহায়তা করেছি। এছাড়া সংগঠনের মাধ্যমে উপজেলার প্রতিটি ইউনিয়নে করোনা সচেতনতা বৃদ্ধিতে নানা কর্মসূচি নিয়েছি।

এবছর তথা মেয়র হওয়ার পর আমি বাধ্যতামূলকভাবে পৌরসভা কার্যালয়ে এবং যতগুলো কর্মসূচি রয়েছে, সবগুলোতে লোকজনকে বাধ্যতামূলক মাস্ক পরতে বাধ্য করেছি। অসচেতন মানুষকে সচেতন করতে কটু কথা বলে মাস্ক ব্যবহার করতে চেষ্টা করেছি। তাৎক্ষণিক হয়ত অনেকেই আমার উপর মনক্ষুণ্ন হয়েছেন। কিন্তু সবশেষে লাভ হয়েছে যিনি আমার কথার ভয়ে মাস্ক পরতে বাধ্য হয়েছেন।

আশা করছি ঈদের পর পৌরসভার প্রতিটি ওয়ার্ডে আমি নিজে যেয়ে সচেতনতা তৈরির চেষ্টা করবো। একই সাথে সংগঠনের মাধ্যমে পুরো উপজেলায় মানুষের মাঝে করোনা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করবো।

ঈদের পর গণসচেতনতা তৈরিতে মাঠে নামবো : মাহবুব আলম সোহাগ

মাহবুব আলম সোহাগ। বাংলাদেশ ছাত্রলীগ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি। এছাড়া এলাকা ভিত্তিক বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত। করোনাকালেও তিনি নানা ভাবে মানুষকে সহযোগিতা করেছেন। চাঁদপুর কণ্ঠের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনীতি বা সামাজিক সংগঠন যাই বলুন না কেন, সবকিছুই মানুষের জন্য। বিগত বছর করোনা শুরুর সময় আমি ও আমার সংগঠনের নেতৃবৃন্দ কাজ করেছি। মানুষের বাড়ি বাড়ি নিজেদের জমানো অর্থ দিয়ে ত্রাণ দিয়েছি। এ বছর আমরা মাস্ক বিতরণসহ নানা কর্মসূচি গ্রহণ করেছি। ঈদের পর আবারো নতুন করে গণসচেতনতা তৈরিতে মাঠে নামবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়