প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ০০:০০
এইদিনে
২০০২ সালের এইদিনে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির জনসভায় বক্তব্য রাখেন তৎকালীন এলজিইডি মন্ত্রী আঃ মান্নান ভূঁইয়া।
২০০৩ সালের এইদিনে সাবেক সংসদ সদস্য ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মরহুম আঃ রবের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
২০০৫ সালের এইদিনে হাজীগঞ্জের বাকিলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চাঁদ বেকারীর পরিচালক মারা যান।
২০০৮ সালের এইদিনে চাঁদপুরের হরিণা ফেরিঘাট প্রাঙ্গণে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হসপিটাল এবং চ্যানেল আই হৃদয়ে মাটি ও মানুষের উদ্যোগে কৃষকদের স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব চাঁদপুরের কৃতী সন্তান শাইখ সিরাজ।
২০১৩ সালের এইদিনে হাজীগঞ্জের আলীগঞ্জে বোগদাদ বাসের চাকায় পিষ্ট হয়ে শ্রেয়া বণিক (৫) নামে এক শিশুর করুণ মৃত্যু ঘটে।
২০১৭ সালের এইদিনে চাঁদপুর জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (স্পেশাল ব্রাঞ্চ) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।
২০২০ সালের এইদিনে হাজীগঞ্জের বাকিলা পূর্ব বাজার এলাকায় সিদলা ভূঁইয়া বাড়ির আবুল হাশেম ভূঁইয়া (৬৫) বিদ্যুৎ বিল দিতে এসে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় মারা যান।
২০২৩ সালের এইদিনে চাঁদপুর শহরের তালতলায় চাঁদপুর জেনারেল হাসপাতালে কর্তৃপক্ষের চিকিৎসা অবহেলার কারণে দুই নবজাতকের মৃত্যু হয়।