প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
এইদিনে
২০০৩ সালের এইদিনে হাজীগঞ্জের বলাখালে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী হতাহত হয়।
২০১০ সালের এইদিনে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভূমিষ্ঠ হওয়া ও হাসপাতাল থেকে মৃত ঘোষণাকৃত দাফনের জন্যে নেয়া শিশুকে কবরস্থান থেকে জীবিত অবস্থায় ফিরিয়ে আনায় চাঁদপুর শহরে তোলপাড় সৃষ্টি হয়।
২০১১ সালের এইদিনে চাঁদপুর শহরে পুলিশ সুপারের বাসভবনের সম্মুখে মোটরসাইকেল দুর্ঘটনায় চাঁদপুর সদরের বাগাদী ইউনিয়নের চাঁদপুর গ্রামের মোঃ আবুল কাশেম (৩৪) মারা যান। একইদিনে মতলব দক্ষিণের রিক্সাস্ট্যান্ড মোড়ে লোকমান হোসেন প্রধান (৩৫) ট্রাক চাপায় মারা যান।
২০১৪ সালের এইদিনে কচুয়ার চাঙ্গিনী গ্রামের চৌকিদার বাড়ির কেশব চন্দ্র দাসের দেয়া আগুনে তার স্ত্রী সীমা রাণী দাস (২৮) মারা যান।
২০১৭ সালের এইদিনে ফরিদগঞ্জের হাঁসা এলাকায় সিএনজি অটোরিকশার চাপায় নাতি আঃ রহিম খাঁ (৭) নিহত ও দাদা আজিজুর রহমান খাঁ আহত হয়।
২০১৮ সালের এইদিনে মতলব দক্ষিণের পাটন গ্রামে মৌমাছির কামড়ে মোঃ অলি উল্লাহ্ (৫৫) নামে এক ব্যক্তি মারা যান এবং শিশুসহ ৩জন আহত হয়।
২০১৯ সালের এইদিনে পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতার মতলব উত্তর উপজেলার প্রান্তিক পর্ব সম্পন্ন হয়।
২০২০ সালের এইদিনে মতলব-বাবুরহাট-পেন্নাই সড়কে মোটরসাইকেলের ধাক্কায় মঞ্জিল প্রধানীয়া (৬০) নামে এক পথচারী নিহত হন।
২০২১ সালের এইদিনে হাইমচরে দক্ষিণ আলগী গ্রামের মোঃ ইমরান খানের ছেলে জিহাদ (৫) ও ইমান খানের মেয়ে নুসাইবা (৪) একই সাথে পানিতে ডুবে মারা যায়।