প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
২০০৩ সালের এইদিনে চাঁদপুর শহরে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ৪ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়।
২০০৫ সালের এইদিনে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে চাঁদপুরে মাঠ পর্যায়ে জরিপ টিমের কাজ শুরু হয়।
২০০৬ সালের এইদিনে চাঁদপুর সদরের মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের সম্মুখে বাসের চাকায় পিষ্ট হয়ে এক নারীর করুণ মৃত্যু ঘটে।
২০১১ সালের এইদিনে মতলব দক্ষিণের নারায়ণপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুস সামাদ (৫২) নামে এক বৃদ্ধ মারা যায়।
২০১২ সালের এইদিনে বাবুরহাট-মতলব পেন্নাই সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মতলব কবিতাঙ্গনের আবৃত্তিকার হাবিবুর রহমান কাকন (৩২) মারা যান।
২০১৩ সালের এইদিনে চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির ১০৭তম সভায় বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ শফিকুল করিম।
২০১৬ সালের এইদিনে চাঁদপুর জেলার জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রধান এজেন্ট, বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও কোর্ট স্টেশনস্থ মেসার্স পাটওয়ারী নিউজ পেপার এজেন্সীর স্বত্বাধিকারী মোঃ নূর নবী পাটোয়ারী ঢাকার বনশ্রীতে ফরাজী নামক প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
২০২০ সালের এইদিনে চাঁদপুর শহরের পুরাণবাজার মধ্য শ্রীরামদী কবরস্থান মহল্লার বাসিন্দা শাহ আলম বাবুর্চি মেয়ে মানসিক প্রতিবন্ধী রহিমা আক্তার ওরফে বুবির বস্তাবন্দী লাশ নোয়াখালীর করমুল্যাহপুর গ্রামের একটি ডোবা থেকে পুলিশ উদ্ধার করে।
২০২১ সালের এইদিনে ফরিদগঞ্জের দক্ষিণ ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনকারী ড্রেজার বিনষ্ট করে ভ্রাম্যমাণ আদালত।