সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২০ মার্চ ২০২৩, ০০:০০

এইদিনে
অনলাইন ডেস্ক

১৯৯৮ সালের এইদিনে ইসলাম বিরোধী লেখা প্রকাশের প্রতিবাদে এবং সালমান রুশদীর ফাঁসির দাবিতে চাঁদপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

২০০৭ সালের এইদিনে চাঁদপুর সদরের ছোট সুন্দর খান ব্রিক ফিল্ডে বনবিভাগ অভিযান চালিয়ে ১শ’ মণ লাকড়ি ও আড়াই লাখ ইট জব্দ করে।

২০১১ সালের এইদিনে মতলব উত্তরের কাশিমনগর গ্রামে জিলানী (৪) নামের এক শিশু ম্যাক্সি চাপায় মারা যায়।

২০১৩ সালের এইদিনে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমানের মৃত্যুতে চাঁদপুরে শোকের ছায়া নেমে আসে এবং বিভিন্ন অনুষ্ঠানে তাঁর সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও তাৎক্ষণিক বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করা হয়।

২০১৩ সালের এইদিনে চাঁদপুর সদরের চান্দ্রায় পেট্রোল বোমায় নিরীহ মানুষ হত্যার ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

২০১৬ সালের এইদিনে মতলব দক্ষিণের নারায়ণপুর পূর্ব বাজারে অটোরিক্সা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোস্তাক (৩০) নামের এক যুবক মারা যান। একইদিনে ফরিদগঞ্জের শ্রীকালিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওমর ফারুক (২৫) নামের এক রাজমিস্ত্রি মারা যান।

২০১৬ সালের এইদিনে চাঁদপুর জজশীপ সম্মেলন কক্ষে পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্সে বক্তব্য রাখেন চীফ জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতোয়ার রহমান।

২০১৮ সালের এইদিনে ফরিদগঞ্জের সাহেবগঞ্জ গ্রামের খলিফা বাড়িতে রুবেল হোসেন (১৮) নামে এক যুবক বিদ্যুতের অবৈধ সাইড লাইনে জড়িয়ে মারা যাওয়ার ১শ' ৫৫দিন পর আদালতের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন করা হয়।

২০২০ সালের এইদিনে হোম কোয়ারেন্টাইনে না থেকে বিয়ে করায় চাঁদপুর সদরের কল্যাণপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত মনির হোসেনের ওমান প্রবাসী ছেলে মিলন হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা ও হোম কোয়ারেইন্টাইনে থাকতে বাধ্য করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা।

২০২১ সালের এইদিনে হাজীগঞ্জের এনায়েতপুর গ্রামে গলায় কৈ মাছ ্আটকে শিমুল দাস (৩৫) নামে দুই সন্তানের জনক মারা যায়।

২০২২ সালের এইদিনে চাঁদপুরে ২ জনের করোনা শনাক্ত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়