সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

এইদিনে
অনলাইন ডেস্ক

২০০৮ সালের এইদিনে বার্ড ফ্লু বহনের আশঙ্কায় চাঁদপুর শহরের পালবাজারে সাড়ে ১০ হাজার ডিম জব্দ করা হয়।

২০০৯ সালের এইদিনে কচুয়া-কালিয়াপাড়া সড়কের লুন্তি নামক স্থানে সুরমা বাসের চাকায় পিষ্ট হয়ে আঃ সামাদ শিকদার (৮৫) নামের এক বৃদ্ধ ঘটনাস্থলে নিহত হন।

২০১১ সালের এইদিনে হাজীগঞ্জের কুখ্যাত মাদক সম্রাট ও তালিকাভুক্ত সন্ত্রাসী কাজী দুলাল ও তার সহযোগী কাজী আমানকে ৪৮ বোতল ফেন্সিডিলসহ পুলিশ আটক করে।

২০১৩ সালের এইদিনে ফরিদগঞ্জের বিশুরবন্দ গ্রামের মোতালেবের স্ত্রী দুই সন্তানের জননী শিল্পী আক্তার (২৫) নামে গৃহবধূর লাশ বাড়ির পাশের সুপারি বাগানের ডোবার কাদা মাটিতে মাথা ডোবানো অবস্থায় উদ্ধার করা হয়।

২০১৪ সালের এইদিনে ফরিদগঞ্জের চররামপুর থেকে পুলিশ মালিক (১৭) নামে এক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করে।

২০১৫ সালের এইদিনে মতলব দক্ষিণের মধ্য দিঘলদী গ্রামে রীমা আক্তার (২২) নামে এক গৃহবধূ স্বামীর সাথে অভিমান করে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করে।

২০১৬ সালের এইদিনে চাঁদপুরের পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।

২০১৮ সালের এইদিনে চাঁদপুর সদরের রাজরাজেশ্বর ইউনিয়নের মেঘনার চরে জোবেদা খাতুন (৩৫) নামে এক গৃহবধূকে নির্যাতনের পর হত্যা করা হয়।

২০১৯ সালের এইদিনে মতলব উত্তরের ইসলামাবাদ গ্রামের রাঙা শিবলীর স্ত্রী সুমাইয়া বেগম (২০)-এর মৃত্যু নিয়ে নানা গুঞ্জন শোনা যায়।

২০২০ সালের এইদিনে মতলব দক্ষিণের ঘিলাতলী সিনিয়র ফাযিল মাদ্রাসা কেন্দ্রে এসএসসি পরীক্ষার গণিত বিষয়ে বোনকে নকল সরবরাহের দায়ে ইসমাইল (২০) নামে এক যুবককে আটক করে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা আদায় করে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

২০২২ সালের এইদিনে চাঁদপুরে ১১ জনের করোনা শনাক্ত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়