শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

চাঁদপুর আমায় বিমোহিত করেছে, করেছে আলোকিত

মোহাম্মদ সাইফুল ইসলাম
চাঁদপুর আমায় বিমোহিত করেছে, করেছে আলোকিত

তোমাদের পানে চাহিয়া বন্ধু, আর আমি জাগিব না।

কোলাহল করি' সারা দিনমান কারো ধ্যান ভাঙিব না।'

সম্মানিত চাঁদপুরবাসী,

আসসালামু আলাইকুম।

গত ২৭ জুলাই ২০২৩ খ্রিঃ শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়াসহ বিভিন্ন সূচকে দেশের অন্যতম প্রাগ্রসর জেলা চাঁদপুরে এসেছিলাম পুলিশ সুপার হিসেবে আপনাদের সেবা করতে। অধিকতর নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য চাঁদপুর গড়া এবং পুলিশি কাজে হয়রানি কমিয়ে জনআস্থা বাড়ানো--এ ধরনের কিছু লক্ষ্য ঠিক করে কাজ শুরু করেছিলাম। দায়িত্বপালনকালীন সময়ে আইন- শৃঙ্খলাজনিত নানাবিধ চ্যালেঞ্জ ছিলো, কাজের ক্ষেত্রে ছিলো নানা প্রতিকূলতা। তবে সহকর্মীদের সব সময়ই বলেছি সাধারণ মানুষের সাথে ভালো ব্যবহার করতে, দ্রুত ও কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করতে এবং পুলিশের কাজে আস্থা ও সন্তুষ্টি বাড়াতে। এ সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গঠন, অপরাধ প্রতিরোধ, দমন ও নিয়ন্ত্রণে গতিশীল পুলিশিং, মাদক, জঙ্গিবাদ ও জন হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণসহ বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং জোরদার করতে জনবান্ধব পুলিশিং বাস্তবায়ন, মামলা তদন্তে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার এবং ফৌজদারী বিচারে সাজার হার বাড়াতে সাধ্যমত প্রচেষ্টা চালিয়েছি। কতোটুকু সফল হয়েছি সে বিচার আপনাদের।

আমার দায়িত্ব পালন কালে প্রজাতন্ত্র ও জনগণের কাছে জেলা পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রামাণ্য দলিল নিয়মিতভাবে তুলে ধরার প্রয়াস থেকেই চাঁদপুর জেলা পুলিশের মাসিক পত্রিকা 'অঙ্গীকার' প্রকাশ করা হয়। আপনাদের ভাবনা কিংবা মতামত সম্বলিত লিখনি এ প্রকাশনাকে সমৃদ্ধ করেছে, আর আমরা পেয়েছি আমাদের কাজের নতুন ধারণা এবং প্রেরণা। এছাড়া আপনাদের ভালোবাসা এবং আপনজন হিসেবে বরণ করে নেওয়ায় সাহস পেয়েছি, পেয়েছি কাজের শক্তি। আপনাদের সকলের প্রতি চির কৃতজ্ঞ।

দেশমাতৃকার সেবায় নিয়োজিত বাংলাদেশ পুলিশের বিভিন্ন তথ্য ও কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে 'পুলিশ গ্যালারি' ও পুলিশ মেমোরিয়ালস, পুলিশ সদস্যদের উজ্জীবিত করতে চাঁদপুর পুলিশ লাইন্সে আধুনিক ক্যান্টিন, সেলুন, বিনোদন কক্ষ, নারী ব্যারাক সড়ক সহ অবকাঠামোগত সংস্কার ও আধুনিকায়নের পাশাপাশি চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্যে কল্যাণ তহবিল গঠনসহ পুলিশের কল্যাণমুখী কিছু কার্যক্রমের সূচনা করেছি। দেশপ্রেমের আদর্শে উজ্জীবিত থেকে জনতার সেবক হিসেবে সেবার সুমহান ব্রতে কাজ করতে সহকর্মীদের নির্দেশনা দিয়েছি। অধিকতর নিরাপদ ও বাসযোগ্য চাঁদপুর গড়ে তোলার লক্ষ্যে সহকর্মীদের সহযোগিতা এবং নিরলস প্রচেষ্টায় তাদের কাছেও চির কৃতজ্ঞ।

সরকারি চাকরির সুবাদেই চাঁদপুরে আসা। আবার স্বাভাবিক নিয়মের পরিক্রমায় বদলি সূত্রে বিদায়। তবে যাওয়ার সময় আমি নিঃসন্দেহে বলতে পারি, চাঁদপুর আমার ভাণ্ডারকে ঋদ্ধ-সমৃদ্ধ করেছে, করেছে চির কৃতজ্ঞতায় আবদ্ধ। বিদায় বেলায় চাঁদপুরের মৃত্তিকা, মানুষ, প্রকৃতি সবকিছুই যেন পিছু ডেকে বলছে আমায়-- “হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা

আজো তবে শুধু হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদো না”।

চাঁদপুর আমাকে বিমোহিত করেছে, করেছে আলোকিত। চাঁদপুরের যে কোনো ইতিবাচক সংবাদে আমি আপনাদের সবার মতোই উচ্ছ্বসিত হবো, আর নেতিবাচক সংবাদে হবো সমব্যথী। চাঁদপুর আমার স্মৃতিতে সতত ভাস্বর হয়ে থাকবে।

বদলি হওয়ার পর কিছুটা স্বার্থপর চিন্তা থেকেই তড়িঘড়ি করে চলে আসা। অনেকের সাথে দেখা করার ইচ্ছা থাকলেও সম্ভব হয়ে উঠেনি। আমার সময়-সুযোগ থাকলে কালীবাড়ি, বাবুরহাট কিংবা জনাকীর্ণ বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে আপনাদের সবার সাথে হাত মিলিয়ে আসতাম। আপনারা ভালো থাকবেন, আমার জন্যে দোয়া করবেন এবং মনে রাখবেন আমাকে। আবার আসা হবে কিনা জানি না, তবে কাজের ফাঁকে, অবসরে কিংবা আজ থেকে বহু বছর পরেও হয়ত আনমনে আমার নিশ্চয়ই মনে পড়বে আপনাদের কথা।

'তোমারে যা দিয়েছিনু সে তোমারি দান;

গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়।

হে বন্ধু, বিদায়!'

আল্লাহ হাফেজ

আপনাদেরই

মোহাম্মদ সাইফুল ইসলাম

পুলিশ সুপার

মোবাইল নং : ০১৭১৫৫৭২৭২১

বিঃদ্রঃ মোহাম্মদ সাইফুল ইসলাম ২৩ তম পুলিশ সুপার হিসেবে চাঁদপুরে দায়িত্বপালনশেষে গত ৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বদলিজনিত কারণে চাঁদপুর ত্যাগ করেন। তার প্রাক্কালে তিনি উপরে বিধৃত তাঁর অনুভূতি প্রকাশ করেন। একটু বিলম্ব হলেও চাঁদপুর কণ্ঠের পাঠকদের জন্যে তা পত্রস্থ করা হলো।--প্র.স.।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়