শুক্রবার, ০২ মে, ২০২৫  |   ২৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২২, ০০:০০

শেষ জমানা কলিকাল
অনলাইন ডেস্ক

তিন কাল শেষে ধরায় এলো কলিকাল,

উদিত অনাসৃষ্টি ভাসিয়ে দিল সৃষ্টির তাল ॥

মিথ্যার হুঙ্কারে সত্য ভেসে গেল গভীর অতলে।

অনৈতিক শিক্ষার প্রচলনে দেশ ডুবলো রসাতলে ॥

সেবা বঞ্চিত পিতা-মাতা শঙ্কিত থাকে বৃদ্ধাশ্রমের ভয়ে,

ছাত্রীরা থাকে ভয়ার্ত লম্পট শিক্ষকের আচরণে ॥

অপরাধীর অপরাধ অপকৌশল বুঝা বড় ভার,

দূরে থাকে মূল অপরাধী কিন্তু বিচারে শাস্তি হয় কার ॥

অসংযমী আর পরমত অসহিষ্ণুতা বেড়েছে এ চরাচরে,

পাপ-পুণ্যের বিচার তাই অনধিকারী মানুষই করে ॥

হানাহানি আর জাতিগত দাঙ্গায় হয়েছে বুদ্ধিজীবী সংকট,

কোথাও হয়েছে লুণ্ঠন কোথাও অমানবিকতা প্রকট ॥

কালান্তরের দ্বিজাতিতত্ত্ব ঘটিয়েছে যত মানবিক বিপর্যয়,

সুবিধা ভোগীরাই চির শান্ত বাংলাকে করিছে অশান্তময় ॥

ডিজিটাল কলিকালে কেহই মনে রাখে না নিকট অতীতকে,

বড় লোক হওয়ার জোশে ঘৃণিছে তারাই বড় মানুষকে ॥

অকৃজ্ঞতা আর কৃতঘœতায় ডুবিবে সংসার নিশ্চয়ই জানিবে,

ঘোরকলি অপেক্ষমান এদেরই রূঢ়-খুদিত আচরণে ॥

একালে মানছে না প্রজাতন্ত্র রাষ্ট্রীয় বিধি-বিধান যথাযথ,

আমলাতান্ত্রিকতার এটাই চলে আসছে নিয়ম সতত ॥

মহাকালের গর্ভে জন্মে তুমি কেড়েছ মায়ের মাতৃত্ব,

কৃত্রিম ব্যবস্থায় প্রসব বেদনা হয়ে যায় বিলুপ্ত ॥

তাইতো অবাধ্য সন্তানের আধিক্য একালেই বেশি,

চারিদিকে অঘটন ঘটন পটিয়সী কলিতে রাশি রাশি ॥

মানুষ বেপরোয়া কলিকালে প্রকৃতির স্বাভাবিকত্ব বিনাশে,

প্রকৃতিও প্রতিশোধপ্রবণ ‘আইলা-সিডর’ দ্বারা প্রকাশে ॥

বিমল কান্তি দাশ : কবি ও প্রবন্ধকার; অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক, বলাখাল যোগেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজ, বলাখাল, হাজীগঞ্জ, চাঁদপুর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়