প্রকাশ : ১৩ আগস্ট ২০২২, ০০:০০
ও বাঙালি ভাই........
জাতির পিতা বঙ্গবন্ধু
তুমি দয়ার করুণা
তোমার জীবন-কাহিনী, বলা সহজ না।।
# ১
ও বাঙালি ভাই.................
১৭ ই মার্চ তারিখ ছিল ঊন্নিশো বিশ সাল
টুঙ্গিপাড়ায় জন্ম নিলো ফুটফুটে ছাওয়াল
মাতা সায়েরা খাতুন পিতা শেখ লুৎফর রহমান
সেই শিশুটিই আজ বাঙালির গর্বেরই ধন
দুর্যোগ প্রস্তুতি ও প্রশমনে ছিলো অবদান
সারা জীবন করে গেছেন মানুষের কল্যাণ
সেই খোকাই আজ বাঙালির এনেছে সম্মান
তিনিই হলেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান
*বঙ্গবন্ধু-বিশ্ববন্ধু আমাদের জাতির পিতা
তোমার জীবন-কাহিনী, বলা সহজ না.......... ।। ঐ
# ২
ও বাঙালি ভাই.................
টুঙ্গিপাড়ার খোকা বাল্য কৈশোর বেলায়
করেছে মানুষের সেবা কেটেছে খেলায়
ছিলেন ভালো ব্রতচারী গাইতেন ভালো গান
এন্ট্রান্স শেষে উচ্চ শিক্ষায় কলিকাতায় যান
খোকার বয়স ১৮ বছর হইলো যখন
পিতাণ্ডমাতা শখ করে দেয় বিবাহ বন্ধন
বঙ্গমাতা রেনুর সাথে হয় যে বিয়ে তাঁর
বুঝে না বিবাহের মর্ম তখন শুধুই আচার
*রেনুকে করিতে আপন আদেশ করেন বাবা-মা
তোমার জীবন-কাহিনী, বলা সহজ না.......... ।। ঐ
# ৩
শেখ মুজিব ছিলেন ভালো ফুটবল খেলোয়াড়
মোল্লারহাট আর চিতলমারীতে খেলিতেন হায়ার
বেরিবেরি রোগেতে হার্ট হইলো দুর্বল
চোখের গ্লুকোমা রোগে হইলেন কাতর
রোগের কারণেতে চার বছরের মতন ১
পড়াশোনা সাময়িক বন্ধ অসুস্থতার কারণ
*তবুও চালালেন জীবনের গতি
কোন বাঁধাই মানে না
তোমার জীবন-কাহিনী, বলা সহজ না.......... ।। ঐ
# ৪
ও বাঙালি ভাই.................
গঠন করলেন মুসলিম সেবা সমিতি
মুষ্টিচাল তোলেন তিনি সকলের প্রতি
অসচ্ছল ছাত্রদেরকে দিতেন অনুদান
জামা-কাপড় বই-বেতন অবারিত প্রাণ
মুখ্যমন্ত্রী বাংলার বাঘ একে ফজলুল হক
গোপালগঞ্জের স্কুল দেখতে তিনি করেন শখ
উপস্থিত কিশোর ছাত্র মুজিব তৎক্ষণাৎ
দাবি তুলেন, স্কুল করে দেন না মেরামত
*ওরে মুখ্যমন্ত্রী শুনে সবি
মেনে নিলেন দাবিটা
তোমার জীবন-কাহিনী, বলা সহজ না.......... ।। ঐ
# ৫
ও বাঙালি ভাই.................
মুজিব ইসলামিয়া কলেজের ছাত্র শোনেন সর্বজন
সোহরাওয়ার্দীর ভক্ত ছিলেন, সঙ্গী অণুক্ষণ
হলওয়েল মনুমেন্ট আন্দোলনে করলেন যোগদান
৪৮ সালে মুসলিম ছাত্রলীগ নিজ হাতে গড়ান
সারা বাংলায় দাবি আদায়ের বীজ করলেন রোপণ
বাংলার জন্য জীবন উজাড়, নাই কিছুই গোপন
৪৮ সালে ভর্তি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে
শেখ মুজিব হলেন ছাত্র আইনের বিষয়ে
কর্মচারীর দাবির পক্ষে করেন আন্দোলন
সেই আন্দোলনে ছাত্রত্ব কেড়ে নেয় প্রশাসন
*ওরে ২৩ শে জুন ৪৯ সালে
আওয়ামী মুসলিম লীগের সূচনা
তোমার জীবন-কাহিনী, বলা সহজ না.......... ।। ঐ
# ৬
৫২ সালে মায়ের ভাষার জন্য হলো আন্দোলন
এ দাবিতে জিতবোই ছিলো শেখ মুজিবের পণ
হক ভাসানী মুজিব মিলে করলেন যুক্তফ্রন্ট
৫৪ সালে পাকিস্তানিরা দিলেন নির্বাচন
যুক্তফ্রন্ট বিপুল ভোটে হইল বিজয়
হক সাহেবের নেতৃত্বে সরকার গঠন হয়
*শেখ মুজিব সরকারের মন্ত্রী
নেইকো তাঁহার তুলনা
তোমার জীবন-কাহিনী, বলা সহজ না.......... ।। ঐ
# ৭
ও বাঙালি ভাই.................
মুজিবের স্থায়ী বসতবাড়ি হলো কারাগার
শারীরিক-মানসিকভাবে সইতো অত্যাচার
ছেষট্টি সালে ছয় দফার দিলেন তিনি ডাক
যা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ
আগরতলা ষড়যন্ত্র মামলা পাকিস্তানিরা দিলো
রাষ্ট্র বনাম শেখ মুজিব গং আসামি হলো
পাকিস্তানের স্বৈরশাসক ছিল আইয়ুব খান
যেভাবেই হোক শেখ মুজিবের ফাঁসি দিতে চান
সারা বাংলায় জ্বললো আগুন গণঅভ্যুত্থানে
৬৯ সনে তখন রেসকোর্স ময়দানে
*বঙ্গবন্ধু উপাধি পেলেন সংগ্রামী জননেতা
তোমার জীবন-কাহিনী, বলা সহজ না.......... ।। ঐ
# ৮
ও বাঙালি ভাই.................
বাংলায় পাকিস্তানি ইয়াহিয়ার শাসন
বাঙালিদের করতো শত জুলুম নির্যাতন
বঙ্গবন্ধুর আন্দোলনে দিলো নির্বাচন
৭০ সালে হঠাৎ হইলো গোর্কি সাইক্লোন
সেই ঘূর্ণিঝড়ে ১০ লাখ মানুষ মারা যায়
আরো মানুষ মরে, অসুখ ও খাবারের জ্বালায়
মহান নেতা বঙ্গবন্ধু ছিলেন দয়াবান
নির্বাচন ফেলে তখন মানুষের কাছে যান
তখন মুজিব প্রেমিক বাঙালিরা বাইন্দা ঐক্যজোট
জয় বাংলা জয় বাংলা বলে দিলো নৌকায় ভোট
*ওরে নৌকাকে করিল বিজয়
দিয়ে বিজয়ের মালা
তোমার জীবন-কাহিনী, বলা সহজ না.......... ।। ঐ
# ৯
পাকিস্তানিদের টালবাহানা বোঝা বড় দায়
ক্ষমতা হস্তান্তর না করে..., বিপদে ফেলায়
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ
সেই ভাষণ আজ জাতিসংঘে পেয়েছে আসন
২৬ শে মার্চ দিলেন স্বাধীনতার ঘোষণা
বাঙালিরা পাইল সঠিক পথের নিশানা
হার মানেনি বঙ্গবন্ধু আসুক যতই মানা
‘বাঙালিদের দাবাইয়্যা রাখতে পারবা না’
নরঘাতক টিক্কা খান দোষ খুঁজিয়া পায়
মুজিবকে গ্রেফতার করে পাকিস্তান পাঠায়
*ওরে ৯ মাস যুদ্ধ করে
তখন পেলাম এই স্বাধীনতা
তোমার জীবন-কাহিনী, বলা সহজ না.......... ।। ঐ
# ১০
ও বাঙালি ভাই.................
বাঙালিদের ব্যথা তখন কেউ নাই বুঝিবার
মুজিব ছাড়া মূল্য নাই স্বাধীন বাংলার
কেহ পড়ে নফল নামাজ, কেহ রাখে রোজা,
যার যার ধর্মের মতে দোয়া করেন সবজনা
ইন্দিরাজী সারা বিশ্বে করেন আবেদন,
অবশেষে দুঃখের নিশির হলো অবসান।
বিশ্ববাসীর চাপে পড়ে মুজিবকে দেয় ছাড়ি
ঊন্নিশশো বাহাত্তরের ১০ই জানুয়ারি
মহান নেতার স্বদেশেতে হলো আগমন
সারাবাংলায় আনন্দের ঢেউ, খুশি জনগণ
শূন্য ভাণ্ডার যুদ্ধবিধ্বস্ত সোনার বাংলাদেশ
হত্যা-ধ্বংস লীলাখেলার নেইকো অবশেষ
বঙ্গবন্ধু খাওয়া-দাওয়া সবি গেলো ভুলে
ভাঙা নৌকায় বাকশালের রঙিন পাল তুলে
*ওরে দেশ গড়িতে করলেন তিনি নানান পরিকল্পনা
তোমার জীবন-কাহিনী, বলা সহজ না.......... ।। ঐ
# ১১
ও বাঙালি ভাই.................
স্বাধীনতার পরে মুজিব হলেন দেশের রাজা
দুর্যোগ প্রস্তুতি ও প্রশমনে উদ্যোগ নিলেন যা যা
বেড়ি বাঁধ নির্মাণ হলো করিয়া যতন
মুজিব কিল্লায় করিলেন সুবৃক্ষ রোপণ
বঙ্গবন্ধু দায় নিয়ে গড়লেন আজকের সিপিপি
তাই দুর্যোগে হয় না এখন আগের মত ক্ষতি
দুর্যোগ ঝুঁকিহ্রাসে নিলে পূর্ব প্রস্তুতি
টেকসই উন্নয়নে আনবে দেশের গতি
মুজিববর্ষের সফলতা আমরা সবাই জানি
দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা চলছে দিন-রজনী
*সিপিপি’র সংকেত প্রচার (২ দোহার),,
মাইন্যা চলবেন সব জনা
তোমার জীবন-কাহিনী, বলা সহজ না.......... ।। ঐ
২
# ১২
সোনার তরী ভিড়বে যখন, স্বাধীন বাংলার ঘাটে
পাকিস্তানি মীরজাফররা নাইমা গেলো মাঠে
৭৫-এর ১৫ই আগস্ট রাতের অন্ধকারে
আক্রমণ করলো ধানমন্ডি ৩২ নম্বরে
বঙ্গবন্ধুর সপরিবারের কেড়ে নেয় জীবন
ঘাতকের হাতে বঙ্গবন্ধুর অকালে মরণ
সেদিন হতে শুরু হলো বাঙালির পতন
চিনলিনারে ও বাঙালি মুজিব কী রতন
*৭৫-এর করুণ ইতিহাস (২ দোহার),
আছে কারবালারই আভাষ
তোমার ভক্ত নুরু ভোলে না
তোমার জীবন-কাহিনী, বলা সহজ না.......... ।। ঐ
# ১৩
ও সুধী জন............
কাকলী আর সুমন মিলে গাইলাম পালাগান
পালাগানের রচয়িতা নূর ইসলাম খান
জন্মশতবর্ষে তোমায় জানাইলাম সালাম
তোমার স্মরণে গান গাহিয়া ধন্য হইলাম
বঙ্গবন্ধুর জীবনী বলা সহজ নয়
অনিচ্ছাকৃত ভুলত্রুটি যদি হয়ে যায়
*নিজগুণে ক্ষমা করবেন
করে দিবেন মার্জনা
তোমার জীবন-কাহিনী, বলা সহজ না.......... ।। ঐ
# ১৪
সম্মানিত সুধিজন, ১৯৭৫-এর ১৫ই আগস্ট কালোরাতে কতিপয় বিপথগামী অমানুষের হাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নির্মমভাবে নিহত হন। নিমকহারামরা চিনলো না ‘রাখাল রাজা-মুজিব’ কী রতন।
বঙ্গবন্ধু অমূল্য ধন
শেখ মুজিব মানিক রতন
মীর জাফররা চিনলো নারে ভাই
খুনি মোস্তাক চিনলো নারে ভাই
ঘাতকেরা চিনলো না
মুজিব বাংলাকে বানাইল হীরা পান্না
আমার মুজিব গুণমণিগো..........
মুজিব বাংলাকে বানাইলো হীরা পান্না ।। ঐ
যতদিন রবে সাগর বহমান
তুমি বেঁচে থাকবে শেখ মুজিবুর রহমান
ওরে এক মুজিব হয় লোকান্তরে
কোটি মুজিব জন্মেছে আজ
বাংলার ঘরে ঘরে
তোমার রক্তের উত্তরাধিকার
ডিজিটাল বাংলার রূপকার
জননেত্রী শেখ হাসিনা
মুজিব বাংলাকে বানাইলো হীরা পান্না ।। ঐ
ওরে চিনলো নারে মুজিব কী রতন ....
ঘাতকরা চিনলো নারে
চিনলো নারে মুজিব কী রতন
অবহেলায় হারাইলাম
সাত রাজারই ধন
তোমার ভক্ত নুরু কেঁন্দে বলে
ওরে ভক্ত নুরু কেঁন্দে বলে
বিশ্বে এমন নেতা আর আইবে না
মুজিব বাংলাকে বানাইলো হীরা পান্না ।। ঐ
রচনাকাল : ০৮-০৩-২০২০
লেখক : মোঃ নূর ইসলাম খান অসি। ছাত্র জীবনে দীর্ঘদিন (১৯৭০-১৯৮৭) মুজিবাদর্শের ছাত্র সংগঠন ছাত্রলীগের সাথে সক্রিয়ভাবে সংশ্লিষ্ট ছিলেন। পরিচালক- ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সভাপতি- বঙ্গবন্ধু পরিষদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। মোবাইল ফোন : ০১৮১১-৪৫৮৫০৭