প্রকাশ : ২৪ এপ্রিল ২০২২, ০০:০০
করোনা ভাইরাস! তুমি তো নিষ্ঠুর অতি,
উহানে জন্মে, বিশ্বব্যাপী গড়েছ তোমার বসতি।
বিশ্ব মানবতা আজি উদ্ভ্রান্ত তোমার নিষ্ঠুর ছোবলে,
বাঁধিয়েছ হাঙ্গামা বধিয়েছ অনেক মানুষ, তাই অস্থির সকলে।
ধরণী দেখেছ অনেক মহামারি, দুর্ভিক্ষ, অপশাসন অনতিক্রান্ত বৃত্তে,
বৃত্তান্তিক্রান্ত তুমি, মানব সভ্যতা বিনাসের অপপ্রয়াসে।
শিক্ষাক্রমে ব্যাঘাত এই পরিমণ্ডলে তোমার কারণে নিশ্চিত,
কর্মজীবীরা কর্মহীন, শিক্ষার্থীরাও প্রকৃত শিক্ষা বঞ্চিত।
লকডাউনে অপরিহার্যতা, স্বাভাবিক জীবনে নিদারুণ স্থবিরতা,
দেখেছ কি নয়ন মেলে প্রবাসীদের কর্মহীনতায় উন্মাদনার কারকতা।
কিংকর্তব্যবিমূঢ় বিশ্ব আজি তোমার অবাধ বিচরণে,
তুমিই বিশে^র ভয়ংকর অভিশপ্ত বিংশ আর একবিংশ শতাব্দীতে।
বুঝেছি এই সত্য মানবের দানবীয় কর্মের যত রচনা,
প্রতিশোধে উন্মত্ত প্রকৃতি বানিয়েছে অপ্রতিরুদ্ধ ভাইরাস করোনা।
তব হেন পাষ- সীমার বিচরণরত আছে এ বিশ্ব চরাচরে,
তোমাকে সবংশে বধিবে যে গবেষণাগারে প্রস্তুত হচ্ছে যে।
বিমল কান্তি দাশ : কবি ও লেখক; অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক, বলাখাল যোগেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজ, হাজীগঞ্জ, চাঁদপুর।