প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২১, ০০:০০
মহান শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৪ ডিসেম্বর মঙ্গলবার ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুুষ্ঠিত হয়েছে। সকালে ইউএনও শিউলী হরির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, আজ আমরা এক মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আছি। একদিকে মহান বিজয় দিবস, মুজিববর্ষের সমাপনী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব। দুদিন পর এই উৎসবে আমরা মাতবো। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্টের মতো ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরের দিনটি যদি আমাদের না আসতো, তবে এই বাংলাদেশ আরো পূর্বেই পৃথিবীর অন্যতম আধুনিক দেশ হতো। ১৯৭১ সালে পাকবাহিনী ও তার দোসররা যখন তাদের পরাজয় নিশ্চিত, তখনই আমাদের মেধাশূন্য করার ঘৃণ্য পথ অবলম্বন করলো। আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান তথা বুদ্ধিজীবীদের শেষ করে দিল। তারপরও আমাদের থামাতে পারেনি। ফলে তারা আবারো ষড়যন্ত্র করে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক এবং তাঁর পরিবারের সদস্যদের হত্যা করে। তারা আবারো শুরু করে নীল নকশা। এদেশকে পাকিস্তান বানাতে নানা তৎপরতা শুরু করে। যা আজও বিদ্যমান। তাই স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে আমাদের নতুন করে শপথ নিতে হবে। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে। আমাদের স্বাধীনতার সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের দায়িত্ব নিতে হবে। নতুন প্রজন্মকে স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানাতে হবে। তাহলেই আমরা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্যকে বাস্তবায়ন করতে সক্ষম হবো।
সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সহিদ উল্লাহ তপদার, ডেপুটি কমান্ডার সরোয়ার হোসেন, পৌর কমান্ডার আব্দুস সামাদ ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সফর আলী।