বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২১, ০০:০০

চাঁদপুরে জেলা প্রশাসকের কাছে সাড়ে ৩শ’ কম্বল হস্তান্তর করেছে ‘আশা’
অনলাইন ডেস্ক

গত কয়েকদিন সারাদেশেই শীতের তীব্রতা বেড়েছে। অন্যান্য বছরের ন্যয় এবারও শীতবস্ত্র নিয়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আশা’ চাঁদপুর জেলা। সংগঠনের পক্ষ থেকে শীতার্ত মানুষের জন্যে সাড়ে ৩শ’ শীতবস্ত্র (কম্বল) জেলা প্রশাসক অঞ্জন খান মজলিশের নিকট হস্তান্তর করা হয়।

১৫ ডিসেম্বর বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে এসব কম্বল আশার কর্মকর্তাগণ জেলা প্রশাসকের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

আশার জেলা ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম, চাঁদপুর সদর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোঃ রুহুল আমিন, সিনিয়র ম্যানেজার মোঃ আরশাদ আলী, ষোলঘর সিনিয়র ম্যানেজার মোঃ বিল্লাল হোসেন, সিও চাঁদপুর সদর মোঃ ছিদ্দিকুর রহমান, এএসই মোঃ বেলাল হোসেন, ম্যানেজার পুরান বাজার (১) মোঃ আবুল খায়ের ও ম্যানেজার পুরান বাজার (২) মাসুদুর রহমান মোল্লা এ সময় উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র হস্তান্তর শেষে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ‘আশা’র কর্মকর্তাদের উপস্থিতিতে বেশ ক’জন নারী ও পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এসব শীতবস্ত্র (কম্বল) সুবিধাজনক সময়ে শহরের ডাকাতিয়া নদীর পাড়ে অবস্থিত বেদে পাড়ার অসহায় ও দরিদ্র লোকদের মাঝে বিতরণ করা হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়