মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ১০ জুন ২০২২, ১৪:২৯

মহানবী (সা:) ও তাঁর সহধর্মিণীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে হাজীগঞ্জে বিক্ষোভ মিছিল (ভিডিওক্লিপসহ দেখুন)

কামরুজ্জামান টুটুল

ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর সহধর্মিণী হযরত আয়েশা সিদ্দিকা (রা.)-কে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নুপুর শর্মাসহ দুই নেতার অবমাননাকর মন্তব্যের মন্তব্যের প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, হাজীগঞ্জের ধর্মপ্রাণ মুসুল্লীরা।

অবমাননাকর এই মন্তব্যের প্রতিবাদে শুক্রবার জুমআর নামাজ শেষে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সম্মুখ থেকে একটি বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মসজিদ মাঠে এসে শেষ হয়।

এ সময় বক্তব্য রাখেন, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি আব্দুর রউফ।

তিনি বলেন, মহানবী (সা.) ও হজরত আয়েশা (রা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করে বিজেপির দুই নেতা বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে ভারতের ইসলাম বিদ্বেষী কুলাঙ্গারদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা এই মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরো বলেন, বাংলাদেশ মুসলমানের দেশ, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। তাই, একজনের অপরাধের শাস্তি অন্যজনকে নয়। আমরা আমাদের দেশের অমুসলিমদের সাথে বিরুপ কোন আচরণ করবো না। তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।

বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত করেন, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি আব্দুর রউফ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়