প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ০০:০০
অনলাইন ডেস্ক
৬-সূরা আন্’আম
১৬৫ আয়াত, ২০ রুকু, ‘মাদানী’
৫০। বল, ‘আমি তোমাদিগকে ইহা বলি না যে, আমার নিকট আল্লাহর ধনভাণ্ডার আছে, অদৃশ্য সম্বন্ধেও আমি অবগত নহি; এবং তোমাদিগকে ইহাও বলি না যে, আমি ফিরিশতা, আমার প্রতি যাহা ওহী হয় আমি শুধু তাহারই অনুসরণ করি।’ বল, ‘অন্ধ ও চক্ষুষ্মান কি সমান?’ তোমরা কি অনুধাবন কর না?