প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ০০:০০
৬-সূরা আন্’আম
১৬৫ আয়াত, ২০ রুকু, ‘মাদানী’
১৮। তিনি আপন বান্দাদের উপর পরাক্রমশালী, তিনি প্রজ্ঞাময়, জ্ঞাতা।
১৯। বল, ‘সাক্ষাতে সর্বশ্রেষ্ঠ বিষয় কী?’ বল, ‘আল্লাহ আমার ও তোমাদের মধ্যে সাক্ষী এবং এই কুরআন আমার নিকট প্রেরিত হইয়াছে যেন তোমাদিগকে এবং যাহার নিকট ইহা পৌঁছিবে তাহাদিগকে এতদ্বারা আমি সতর্ক করি। তোমরা কি এই সাক্ষ্য দাও যে, আল্লাহর সহিত অন্য ইলাহও আছে? বল, ‘আমি সে সাক্ষ্য দেই না’। বল, ‘তিনি তো এক ইলাহ এবং তোমরা যে শরীক কর তাহা হইতে আমি অবশ্যই নির্লিপ্ত।’