প্রকাশ : ০২ মার্চ ২০২৩, ০০:০০
অনলাইন ডেস্ক
৫-সূরা মায়িদা
১২০ আয়াত, ১৬ রুকু, ‘মাদানী
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১৩। তাহাদের অঙ্গীকার ভঙ্গের জন্য আমি তাহাদিগকে লা’নত করিয়াছি ও তাহাদের হৃদয় কঠিন করিয়াছি; তাহারা শব্দগুলির আসল অর্থ বিকৃত করে এবং তাহারা যাহা উপদিষ্ট হইয়াছিল উহার এক অংশ ভুলিয়া গিয়াছে। তুমি সর্বদা উহাদের অল্প সংখ্যক ব্যতীত সকলকেই বিশ্বাসঘাতকতা করিতে দেখিবে পাইবে, সুতরাং উহাদিগকে ক্ষমা কর ও উপেক্ষা কর, নিশ্চয়ই আল্লাহ্ সৎকর্মপরায়ণদিগকে ভালোবাসেন।


