প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
৪-সূরা নিসা
১৭৬ আয়াত, ২৪ রুকু, মাদানী
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১৭১। হে কিতাবীগণ! তোমাদের দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করিওনা ও আল্লাহ সম্বন্ধে সত্য ব্যতীত বলিও না। র্মাইয়াম-তনয় ‘ঈসা মসীহ তো আল্লাহর রাসূল এবং তাঁহার বাণী, যাহা তিনি র্মাইয়ামের নিকট প্রেরণ করিয়াছিলেন ও তাঁহার আদেশ। সুতরাং তোমরা আল্লাহ ও তাহার রাসূলে ঈমান আন এবং বলিও না, ‘তিন!’ নিবৃত্ত হও, ইহা তোমাদের জন্য কল্যাণকর হইবে। আল্লাহ তো একমাত্র ইলাহ; তাহার সন্তান হইবে-তিনি ইহা হইতে পবিত্র। আসমানে যাহা কিছু আছে ও জমিনে যাহা কিছু আছে সব আল্লাহরই; কর্ম-বিধানে আল্লাহই যথেষ্ট।