প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
৩-সূরা আল ইমরান
২০০ আয়াত, ২০ রুকু, মাদানী
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
২৪। এবং নারীর মধ্যে তোমাদের অধিকার-ভুক্ত দাসী ব্যতীত সকল সধবা তোমাদের জন্য নিষিদ্ধ, তোমাদের জন্য ইহা আল্লাহর বিধান। উল্লিখিত নারীগণ ব্যতীত অন্য নারীকে অর্থব্যয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করিতে চাওয়া তোমাদের জন্য বৈধ করা হইল, অবৈধ যৌন সম্পর্কের জন্য নহে। তাহাদের মধ্যে যাহাদিগকে তোমরা সম্ভোগ করিয়াছ তাহাদের নির্ধারিত মাহর অর্পণ করিবে। মাহর নির্ধারণের পর কোন বিষয়ে পরস্পর রাজি হইলে তাহাতে তোমাদের কোনা দোষ নাই। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।