প্রকাশ : ০১ জুলাই ২০২২, ০০:০০
অনলাইন ডেস্ক
৩-সূরা আল ইমরান
২০০ আয়াত, ২০ রুকু, মাদানী
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১৫৬। হে মু’মিনগণ! তোমরা তাহাদের মত হইও না যাহারা কুফরী করে এবং তাহাদের ভ্রাতাগণ যখন দেশে দেশে সফর করে অথবা যুদ্ধে লিপ্ত হয় তাহাদের সম্পর্কে বলে, ‘তাহারা যদি আমাদের নিকট থাকিত তবে তাহারা মরিত না এবং নিহত হইত না।’ ফলে আল্লাহ ইহাই তাহাদের মনস্তাপে পরিণত করেন; আল্লাহই জীবন দান করেন ও মৃত্যু ঘটান, তোমরা যাহা কর আল্লাহ উহার সম্যক দ্রষ্টা।