প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
৩-সূরা আল ইমরান
২০০ আয়াত, ২০ রুকু, মাদানী
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
৩৭। অতঃপর তাহার প্রতিপালক তাহাকে ভালরূপে কবূল করিলেন এবং তাহাকে উত্তমরূপে লালন-পালন করিলেন এবং তিনি তাহাকে যাকারিয়ার তত্ত্বাবধানে রাখিয়াছিলেন। যখনই যাকারিয়া কক্ষে তাহার সহিত সাক্ষাৎ করিতে যাইত তখনই তাহার নিকট খাদ্য সামগ্রী দেখিতে পাইত। সে বলিত, ‘হে র্মাইয়াম। এইসব তুমি কোথায় পাইলে’ ? সে বলিত, ‘উহা আল্লাহর নিকট হইতে।’ নিশ্চয়ই আল্লাহ যাহাকে ইচ্ছা অপরিমিত রিয্ক দান করেন।