মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

মৎস্য উৎপাদন বনাম অবৈধ আহরণ

মৎস্য উৎপাদন বনাম অবৈধ আহরণ
অনলাইন ডেস্ক

গত ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপিত হয়েছে। এ সপ্তাহ উপলক্ষে মৎস্য উৎপাদন সংক্রান্ত বিভিন্ন তথ্য সম্বলিত সংবাদ প্রকাশিত হয়েছে গণমাধ্যমে। বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় দৈনিক যুগান্তরে ২৮ আগস্ট ২০২১ শিরোনাম হয়েছে ‘বাংলাদেশ মৎস্য উৎপাদনে বিশ্বের মধ্যে অন্যতম’। এ সংবাদে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদে সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের প্রদত্ত বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ২০১৯-২০২০ অর্থ বছরে দেশে মোট মৎস্য উৎপাদন হয়েছে ৪৫ লাখ ৩ হাজার মেট্রিক টন। মৎস্য উৎপাদনে বাংলাদেশের সাফল্য আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃত। বিশ্বে অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মৎস্য আহরণে বাংলাদেশ তৃতীয় অবস্থানে, বদ্ধ জলাশয়ে চাষকৃত মাছ উৎপাদনে পঞ্চম, ইলিশ উৎপাদনে প্রথম এবং তেলাপিয়া উৎপাদনে চতুর্থ। বণিক বার্তায় ২৯ আগস্ট ২০২১ তারিখে শিরোনাম হয়েছে ‘অভ্যন্তরণী মুক্ত জলাশয় : মাছ উৎপাদনের প্রবৃদ্ধিতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ’। এ সংবাদে লিখা হয়েছে, গত পাঁচ বছরে অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ের মৎস্য উৎপাদনের প্রবৃদ্ধিতে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে চলে এসেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর ‘দ্য স্টেট অব ওয়ার্ল্ড ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার ২০২০’-এর প্রতিবেদনে এ তথ্যটি উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, মৎস্য উৎপাদনে শীর্ষে থাকা চীনের নেতিবাচক প্রবৃদ্ধি বাংলাদেশকে দ্বিতীয় অবস্থানে তুলে এনেছে। অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মৎস্য উৎপাদনে শীর্ষ পাঁচটি দেশ হলো চীন, ভারত, বাংলাদেশ, মিয়ানমার ও কম্বোডিয়া।

২৬ আগস্ট ২০২১ তারিখে শীর্ষস্থানীয় অনলাইন পত্রিকা ‘ঢাকা টাইমস্’-এর শিরোনাম হয়েছে ‘তিন দশকে দেশে মাছের উৎপাদন বেড়েছে ২৫ গুণ’। এ সংবাদে লিখা হয়েছে, বিশ্ব খাদ্য সংস্থা পূর্বাভাস দিয়েছে, ২০২২ সাল নাগাদ বিশ্বের যে চারটি দেশ মাছ চাষে বিপুল সাফল্য অর্জন করবে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। এখানে গবেষণার মাধ্যমে হারিয়ে যাওয়া অনেক প্রজাতির মাছ এখন চাষ করা হচ্ছে। বাংলাদেশ এখন ইলিশ উৎপাদনে বিশ্বে রোল মডেল। বিশ্বে ইলিশ উৎপাদনকারী ১১টি দেশের মধ্যে একমাত্র বাংলাদেশেই ইলিশ উৎপাদন বেড়েছে; বর্তমানে ১২৫টি উপজেলার নদ-নদীতে ইলিশ পাওয়া যাচ্ছে।

দেশের শীর্ষস্থানীয় দৈনিক ‘বাংলাদেশ প্রতিদিনে’ শিরোনাম হয়েছে ‘মাছে বাংলাদেশের বিস্ময়কর সাফল্য’ আর প্রথম আলোতে শিরোনাম হয়েছে ‘করোনাকালে সুখবর দিল মাছ, উৎপাদন বাড়ার হারে বিশ্বে এখন দ্বিতীয় বাংলাদেশ’। শীর্ষস্থানীয় অনলাইন পত্রিকা বাংলা নিউজে শিরোনাম হয়েছে ‘২০২২ সালে মাছ উৎপাদনে প্রথম হবে বাংলাদেশ’।

দেশের সেরা গণমাধ্যমগুলোতে মাছ নিয়ে আশাব্যঞ্জক খবরে যখন সবাই আনন্দে উচ্ছ্বসিত, তখন চাঁদপুর কণ্ঠে প্রকাশিত হতাশাব্যঞ্জক খবরে পাঠকরা হচ্ছে উদ্বিগ্ন। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর ২০২১) চাঁদপুর কণ্ঠের ১ম পৃষ্ঠায় প্রকাশিত দুটি সচিত্র সংবাদের শিরোনাম হয়েছে যথাক্রমে ‘ভেসাল কারেন্ট আর চায়না চাঁই জালে বিলুপ্তির পথে দেশীয় মাছ’ ও ‘ফরিদগঞ্জে পানিকে বিদ্যুতায়িত করে মাছ শিকার ॥ হুমকির মুখে জলজ প্রাণী’। এ দুটি সংবাদে হাজীগঞ্জ ও ফরিদগঞ্জের উন্মুক্ত জলাশয়ে মৎস্য আহরণে অবৈধ প্রক্রিয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে।

যে কোনো ক্ষেত্রে সুনাম অর্জনের চেয়ে সুনাম রক্ষা অনেক কঠিন। মৎস্য উৎপাদনে বাংলাদেশের আশাব্যঞ্জক সাফল্য ও সুনামের বিপরীতে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মৎস্য আহরণে কারেন্ট জাল ও চায়না চাঁই জালসহ অবৈধ যতোসব দেশী-বিদেশী প্রক্রিয়া। এ প্রক্রিয়া রোধে কোস্টগার্ড, নৌ পুলিশের তৎপরতা বড় বড় নদীতে সীমাবদ্ধ। ছোট নদী, খাল বিলসহ অন্যান্য উন্মুক্ত জলাশয়ে মৎস্য আহরণের অবৈধ প্রক্রিয়া রোধে স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগের সর্বাত্মক তৎপরতা খুবই জরুরি। অন্যথায় মৎস্য উৎপাদনের যাবতীয় সুনাম-সাফল্য রক্ষা করা কঠিন হয়ে পড়বে বলে আমরা মনে করি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়