প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
২০০১ সালের এইদিনে চাঁদপুর বড়স্টেশনে নদীভাঙ্গন এলাকা পরিদর্শনে আসেন নৌ-পরিবহন মন্ত্রী কর্নেল (অবঃ) আকবর হোসেন, পানিসম্পদ মন্ত্রী এলকে সিদ্দিকী ও নেদারল্যান্ডের রাষ্ট্রদূত।
২০০৩ সালের এইদিনে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির নির্বাচনে ২৫ জন প্রার্থী চূড়ান্ত হয়।
২০০৭ সালের এইদিনে কচুয়ার বালিয়াতলী থেকে ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ দুলাল (৩০)কে পুলিশ গ্রেফতার করে।
২০১১ সালের এইদিনে নারীঘটিত ব্যাপারে মতলবগঞ্জ জেবি পাইলট হাইস্কুলের ৯ম শ্রেণির ছাত্র হাসান (১৩)কে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে একই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মেহেদী হাসান।
২০১২ সালের এইদিনে তিনদিনব্যাপী তথ্যমেলা উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন সনাক সহ-সভাপতি ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রোটাঃ কাজী শাহাদাত।
২০১৬ সালের এইদিনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলার হিন্দু নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার।
২০১৭ সালের এইদিনে চাঁদপুর শহরের ওয়্যারলেস বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় নাজমুল হোসাইন (৪৫) নামে এক ব্যক্তি মারা যায়।
২০১৯ সালের এইদিনে চাঁদপুর শহর এলাকায় মেঘনা-ডাকাতিয়ার ঘূর্ণিস্রোতের কবলে পড়ে কাঠবোঝাই ট্রলার ডুবে মফিজ (৩১) নামে এক ট্রলার আরোহী নিখোঁজ হয়।
২০২০ সালের এইদিনে চাঁদপুর জেলা নির্বাচন অফিস থেকে চাঁদপুর পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থীর প্রতীক আনতে গিয়ে বিএনপি ও আওয়ামী লীগ কর্মী-সমর্থকদের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়।