প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
২০০০ সালের এইদিনে টানা নয়দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চাঁদপুর শহরে নির্যাতিত গৃহবধূ মিলন রাণী মারা যান।
২০০১ সালের এইদিনে কচুয়ায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সাথে সংঘর্ষে ১৭ জন আহত হয়। একইদিনে তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা চাঁদপুর সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেন।
২০০৭ সালের এইদিনে মতলব উত্তরের ছেঙ্গারচর বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বশির উদ্দিন (৫০) নিহত হন।
২০১১ সালের এইদিনে ফরিদগঞ্জের ধানুয়া ও চরকুমিরা এলাকায় সড়ক দুর্ঘটনায় মোবাইল ফোন টাওয়ার ইঞ্জিনিয়ার জোবায়ের ইসলাম (২৮) নিহত ও ৬ জন আহত হন।
২০১৪ সালের এইদিনে কচুয়ার রাজাপুর গ্রামের পলাশ সরকার (২৫) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
২০১৭ সালের এইদিনে ফরিদগঞ্জের একতাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।
২০১৮ সালের এইদিনে কচুয়ার চাংপুর উত্তর মাঠে বজ্রপাতে মাসুম বিল্লাহ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়।
২০১৯ সালের এইদিনে মতলব উত্তরের দশানীতে জুয়া খেলার সময় আনোয়ার বেপারী (৪০), জসিম ভূঁইয়া (৪২), সেকান্দর ফকির (৪৩), হালিম খালাশী (৪২) ও ইব্রাহিম ছৈয়াল (৩৮) কে পুলিশ আটক করে।
২০২০ সালের এইদিনে মতলব উত্তরের সর্দারকান্দি এলাকা থেকে ৮শ’ পিচ ইয়াবাসহ নাছির উদ্দিন বেপারী (৫১) ও বারোআনী এলাকার ইকবাল হোসেন (২২)কে ২০ পিচ ইয়াবাসহ পুলিশ গ্রেফতার করে।