সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

নিষিদ্ধ পলিথিন বন্ধে নেয়া হোক সর্বাত্মক ব্যবস্থা

অনলাইন ডেস্ক
নিষিদ্ধ পলিথিন বন্ধে নেয়া হোক সর্বাত্মক ব্যবস্থা

সুপার শপের পর কাঁচাবাজারেও পলিথিন ও পলিপ্রপাইলিনের তৈরি ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। ১ অক্টোবর থেকে সব সুপার শপে এবং ১ নভেম্বর থেকে সব কাঁচাবাজারে পলিথিন ব্যবহার বন্ধে এ পদক্ষেপ কার্যকর হবে। একই সঙ্গে ১ নভেম্বর থেকে পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধেও অভিযান চালানো হবে। পলিথিন শপিং ব্যাগ বন্ধে বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে সম্প্রতি এক সভায় এ সিদ্ধান্তের কথা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

পলিথিন শপিং ব্যাগ, পলিইথাইলিন বা পলিপ্রপাইলিনের তৈরি সামগ্রীর ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে সরকারের তরফ থেকে ব্যবসায়ী ও জনসাধারণকে অবগত করে প্রচার-প্রচারণা শুরু হয়ে গেছে। এরই প্রেক্ষিতে চাঁদপুরেও সরকার কর্তৃক নিষিদ্ধ পলিথিন/ পলিপ্রপাইলিন শপিং ব্যাগ উৎপাদন, মজুদ, পরিবহন, বিপণন ও ব্যবহার বন্ধের বিষয়ে সড়ক প্রচার করছে জেলা তথ্য অফিস।

আমরা সড়ক প্রচারকে অনেক বড়ো প্রচারই মনে করছি। এই প্রচার সাধারণ্যে ব্যাপক জানান দিতে সক্ষম হবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের দেশে আবহাওয়ার পূর্বাভাসের সঠিকতা নিয়ে জনআস্থা অনেক কম। অধিকাংশ সময়ে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েও মানুষ যখন দেখে তেমন কিছুই হলো না, বস্তুত সে কারণে পরবর্তী আবহাওয়ার পূর্বাভাসে মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনে অনীহা প্রকাশ করে। অতীতে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণে অনেক ঢাকঢোল পিটানোর পরও যখন দেখা গেলো বজ্র আঁটুনি ফস্কা গেরোর মতো অবস্থা, তখন সাধারণ মানুষ ধরে নিয়েছে, এই ঢাকঢোল কারো না কারো অবৈধ পয়সা কামানোর ধান্ধা। এবারের সড়ক প্রচারের পর যদি নিষিদ্ধ পলিথিন ব্যবহার ক্রমশ কমতে না থাকে এবং পুরোপুরি বন্ধ না হয়ে যায়, তাহলে মানুষ বলতে বাধ্য হবে, রাষ্ট্র সংস্কারের অন্যান্য ক্ষেত্রের ন্যায় সড়ক প্রচার সহ সকল প্রচারেও আনতে হবে সংস্কার, যাতে কার্যকারিতার সুস্পষ্ট অঙ্গীকার থাকতে হবে। এই অঙ্গীকার রাষ্ট্র ভঙ্গ করলে রাষ্ট্রের সুনির্দিষ্ট কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সংক্ষুব্ধ সাধারণ মানুষ আইনগত কী ব্যবস্থা নিতে পারবে তারও সুস্পষ্ট নির্দেশনা থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়